শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১

ঘুমের কারণে গৃহবধূ খুন !

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০১৯  

ডেস্ক রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : প্রতিদিন দেরিতে ঘুম থেকে ওঠায় রোমিতা নামের এক গৃহবধূকে খুন করা হয়েছে বলে অভিযোগ দিয়েছে নিহতের বাবা-মার। শ্বশুর ও শাশুড়ি মিলে রোমিতাকে খুন করেছে বলে থানায় অভিযোগ করা হয়েছে।


এ ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পাটুলি নামক জায়গায়। শুক্রবার (২৫ জানুয়ারি) সকালে নিজ ঘরে উদ্ধার হয় গৃহবধূ রোমিতার ঝুলন্তদেহ।এ ব্যাপারে এমর্মে পাটুলি থানায় একটি মামলা দায়ের হয়েছে। 


রোমিতার বাবা জানান, শুক্রবার সকালে রোমিতার শ্বশুড়বাড়ি থেকে খবর আসে রোমিতাকে পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ খবরে দ্রুত হাসপাতালে গিয়ে জানতে পারেন, রোমিতা মারা গেছেন।


ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, ২০১৭ সালে পাটুলির ব্যাংক কর্মকর্তা শুভ্রজ্যোতি চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় মধ্যমগ্রামের রোমিতা চট্টোপাধ্যায়ের।বিয়ের পর ব্যাংকে চাকরি হয় রোমিতারও। 


এরপর থেকেই মাঝেমধ্যে চাকরি করে ক্লান্তহয়ে রাত করে ঘরে ফেরেন রোমিতা। এ কারণে প্রায়ই দেরিতে ঘুম থেকে উঠতেন।এ বিষয়ে প্রবল আপত্তি ছিল শ্বশুরবাড়ির লোকজনের। দেরিতে ঘুম থেকে ওঠায় রোমিতাকে রোজই শুনতে হতো নানা ধরনের কটূক্তি। এভাবেই একসময় শুরু হয় মানসিক নির্যাতন। মানসিক নির্যাতন এরপর শারীরিক নির্যাতনে রুপ নেয়।


ঘটনার তদন্ত শুরু করেছে পাটুলি থানা পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট আসার পরেই তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে জানিয়েছেন তারা।

এই বিভাগের আরো খবর