সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

চাঁদার দাবীতে নিরীহ ব্যবসায়ী আকরাম সরকারকে মারধর

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২  


শহরের মিশনপাড়া মসজিদ সংলগ্ন চাঁদার দাবীতে মো. আকরাম সরকার (৫০) নামের এক নিরহ ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এসময় আকরাম সরকার নামাজ পড়ে মসজিদ থেকে বেড় হলে ওৎ পেতে থাকা দুর্বৃত্ত পারভেজ (৩০), জামান (২৫), সহ ৫/৬ জন গতি রোধ করে অকথ্য ভাষায় গালিগালাজসহ মারধর করে।

 

 

আকরামের দাবী দুর্বৃত্তরা তার কাছে দুইলক্ষ টাকা চাঁদা দাবী করে। সে চাঁদা দিতে অস্বীকার করায় প্রান নাশের হুমকি দেয় দুর্বৃত্তরা। এই ঘটনায় আকরাম নারায়ণগঞ্জ পুলিশ সুপার বরাবর ও সদর মডেল থানায়  অভিযোগ করেছেন। সে আমলাপাড়া নিবাসী মৃত হযরত আলী সরকারের পুত্র।  

 

 

ঘটনার বিবরণে আকরাম সরকার জানান, ১১/০৯/২০২২ তারিখে দুপুর ১.৪৫মি.উল্লেখিত দুর্বৃত্তরা মিশনপাড়া মসজিদ সংলগ্ন থেকে তাকে জিম্মি করে হোসিয়ারী সমিতির সামনে নিয়ে দুইলক্ষ টাকা চাঁদা দাবী করে। এতে আকরাম সরকার অস্বীকৃতি জানালে তাকে মারধর করে দুর্বৃত্তরা।

 

 

পরবর্তীতে তার হাত ঘড়ি ও নগদ দশ হাজার টাকা নিয়ে প্রান নাশের হুমকি দিয়ে চলে যায় দুর্বৃত্তরা।  এদিকে দুর্বৃত্তরা চাঁদার টাকার জন্য চাপপ্রয়োগ অব্যাহত রেখেছে। ফলে আকরাম সরকারসহ তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

 

 


আকরাম আরো জানান, এই ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। তারা জানিয়েছেন তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তবে ঘটনার ব্যপারে জানতে তদন্তকারী এস, আই হুমায়ুন কবীরের নাম্বারে কয়েকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি। এন.এইচ/জেসি 

এই বিভাগের আরো খবর