সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

চাষাঢ়া রেলগেট সংলগ্ন রাস্তার বেহালদশা, দেখার কেউ নেই

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২৭ জুন ২০২২  

 

শহরের চাষাঢ়া রেল গেটের পাশে রাস্তার বেহালদশা দেখার কেউ নেই। প্রতিদিন এই রোড দিয়ে হাজার হাজার গাড়ী চলা ফেরা করা সত্বেও ঝুকিপূর্ণ রাস্তা মেরামতের নজর নেই কর্তৃপক্ষের। রেল লাইন পার হতেই বিশাল গর্তের কারণে যখন তখন ঘটতে পারে দুর্ঘটনা। এই রোড দিয়ে ভাড়ী যানবহন চলাচল করায় প্রায় দেখা যায় রাস্তাটি গর্ত হতে। 

 

ইতি পূর্বে সিটি কর্পোরেশন হতে মেরামত করা হলেও সঠিক ভাবে ঢালাই না হওয়ায় রাস্তাটির বেহাল দশাতে পরিণত হয়েছে, এতে করে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এই গর্তের কারণে অনেক সময় দেখা যায় যানযটের সৃষ্টি হয় এতে ট্রাফিক পুলিশকেও অধিকাংশ সময় যানযট নিরসন করতে হিমশিম খেতে হচ্ছে।

 

সাধারণ মানুষ বলছেন এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা যেখান দিয়ে শুধু যানবহণ চলাচল করে না হাজার হাজার মানুষ চলাচল করে প্রতিনিয়িত। অনেক সময় দেখা যায় হাসপাতলে রোগী নেওয়ার পথে গর্তের মধ্যে চাকা পরে যাওয়ায় বিশাল ঝাঁকির সম্মুক্ষীন হতে হয় এতে করেও রোগীর সমস্যা আরো বৃদ্ধি পায়। তাই সাধারণ মানুষের দাবি সিটি কর্পোরেশন অতিদ্রুত রাস্তাটি সংস্কারের ব্যবস্থা গ্রহণ করে যানবহন চলাচলে উপযোগী করে তুলবে।এন.এইচ/জেসি
 

এই বিভাগের আরো খবর