শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪   পৌষ ১২ ১৪৩১

জাকির খান বাইরে থাকলে স্বাক্ষী আসতে ভয় পাবে, দাবী তৈমূরের

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৮ মে ২০২৩  


সাব্বির হত্যা মামলার বাদী বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, এই মামলা ছাড়াও সে আরও দুটি মামলায় সাজাপ্রাপ্ত। হাইকোর্ট একটি মামলায় তার আট বছরের সাজা বহাল রেখেছে। তার যে সন্ত্রাসী কর্মকান্ড, সে বাইরে থাকলে স্বাক্ষীরা আসতে ভয় পাবে।

 

 

রোববার (৭ মে) সাব্বির হত্যা মামলায় আদালতে হাজির করা হয় মামলার প্রধান আসামি জাকির খানকে। আদালতে সাক্ষ্য গ্রহণ শেষে সাংবাদিকদের একথা বলেন তৈমূর। তিনি বলেন, আজ তৃতীয় দিনের মত আসামিপক্ষ আমাকে জেরা করেছে এবং জেরা সমাপ্ত হয়েছে। আগামী ১৩ তারিখে অন্য সাক্ষীরা আসবে।

 

 

আমরা আদালতে বলেছি সে একজন দুর্র্ধষ আসামী। টানবাজারের পতিতালয়ের মালিক ছিল তার বাবা। সে নিম্ন কোর্টে আত্মসমর্পণ না করে পালিয়ে গেছে। ১৯ বছর সে আত্মগোপনে ছিল। এসময়ও সে নানা অপরাধ করেছে। র‌্যাব তাকে অস্ত্রসহ আটক করেছে। তিনি আরও বলেন, জীবনে বহু প্রতিকূল অবস্থা অতিক্রম করেছি।

 

 

যেকোন অবস্থা মোকাবিলা করে আমার ভাইয়ের হত্যার বিচার চাইবো। নারায়ণগঞ্জবাসী দৃঢ়তার কারনে এই হত্যার বিচার হবে। তাদের সাথে আমাদের কোন বিরোধ ছিল না। সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সাব্বির খুন হয়েছে।  এন.হুসেইন/জেসি

এই বিভাগের আরো খবর