Logo
Logo
×

স্বদেশ

জাতীয় সাংবাদিক সংস্থার ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২৭ পিএম

জাতীয় সাংবাদিক সংস্থার ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

ঢাকা মহানগর কমিটির উদ্যোগে বর্ণ্যাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিক অঙ্গনের বৃহত্তম সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) এর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। একই সাথে মোঃ শাহ আলম স্বপন সভাপতি ও আহম্মেদ আলী কে সাধারণ সম্পাদক করে ২০২২-২০২৩ মেয়াদে জেএসএস ঢাকা মহানগর কমিটির (আংশিক) অনুমোদন দেয়া হয়েছে।

 

শনিবার দুপুরে রাজধানীর মানিক মিয়া ফাউন্ডেশন ইত্তেফাক ভবনের ৪র্থ তলায় জেএসএস ঢাকা মহানগর কমিটি উদ্যোগে জাতীয় সাংবাদিক সংস্থার ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে উক্ত অনুষ্ঠানটি আয়োজন করা হয়। ঢাকা মহানগর কমিটির ২০২২-২০২৩ মেয়াদে সিনিয়র সহ সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ,

 

সিনিয়র সহ সাধারণ সম্পাদক রিদওয়ান আহমেদ, সহ সাধারণ সম্পাদক প্রিয়াংকা ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাদিকুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন (এলিন) তথ্য ও প্রযুক্তি বিয়ষক সম্পাধক মোঃ সাইফুল্লাহ, ইঞ্জিনিয়ার মোঃ রাসেল ইসলাম কে সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও মোঃ হানিফ মাঝি (শাহীন) কে অর্থ সম্পাদক ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাধক ইন্ধজিত হাওলার, কৃষি বিষয়ক সম্পাধক শাহিনুর ইসলাম নায়েব, দপ্তর বিষয়ক সম্পাধক অর আই শেখর, নির্বাহী সদস্য মোঃ মনির হোসেন,

 

নির্বাহী সদস্য নাজমুল আহম্মেদ রাব্বি,নির্বাহী সদস্য মোঃ সেন্টু হাওলাদার, করে আংশিক কমিটি অনুমোদন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্থার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন। একই সাথে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মহোদয় আগামী সাত কর্মদিবসের মধ্যে ঢাকা মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নব-নির্বাচিত সভাপতি মোঃ শাহ আলম স্বপন ও সাধারণ সম্পাদক আহম্মেদ আলীকে নির্দেশও প্রদান করেন।

 

আহম্মেদ আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক রোববার পত্রিকার সম্পাদক সৈয়দ তোশারফ আলী,

 

সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম কাজল, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও সদস্য নবম ওয়েজ বোর্ড মনিটরিং কমিটির সভাপতি মো. মতিউর রহমান তালুকদার, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কস সভাপতি মো.আলমগীর হোসেন খান দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আনোয়ার আকাশ প্রমুখ।

 

প্রসঙ্গত, ১৯৮২ সালের এই দিনে ঢাকার কমলাপুরে সাপ্তাহিক নবজাগরণ অফিস থেকে পথচলা শুরু করে একে একে ৪০টি বছর পিছনে ফেলে এই সংস্থা রচনা করেছে এক গৌরবময় ইতিহাস। এই ইতিহাস অগ্রগতি, সমৃদ্ধি, সাফল্য আর ঐতিহ্যের ইতিহাস। একটি গঠনমুলক গণতান্ত্রিক সাংবাদিক সংগঠন হিসেবে, একটি একক ও অনন্য অনানুষ্ঠানিক সাংবাদিক শিক্ষা, গবেষণা ও কল্যাণ প্রতিষ্ঠান হিসেবে জাতীয় সাংবাদিক সংস্থা দেশের হাজার হাজার সংবাদকর্মীর মনে করে নিয়েছে তার স্থায়ী আসন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন