মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৯ ১৪৩১

জামিয়া মুহাম্মদিয়া আরাবিয়া ভুঁইয়াপাড়া মাদ্রাসার উদ্বোধন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩  


সিদ্ধিরগঞ্জে জামিয়া মুহাম্মদিয়া আরাবিয়া ভুঁইয়াপাড়া মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ভুঁইয়াপাড়া এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ মাদ্রাসাটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

 

 

অত্র মাদ্রাসার সভাপতি আবুল কাশেম মেম্বারের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।

 

 

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী মো: ইয়াছিন মিয়া, নাসিক ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মো: মহসিন ভুইয়া, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম ভুঁইয়া।

 

 

এছাড়াও উপস্থিত ছিলেন, ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমির হোসেন, আওয়ামীলীগ নেতা আমির হোসেন মেঙ্গা, যুবলীগ নেতা আবুল কালাম ভুঁইয়া, মোক্তার হোসেন, স্বপ্নীল আহমেদ, আবু রায়হান, হোসেন, জাহাঙ্গীর ভুঁইয়া ও লালনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

এই বিভাগের আরো খবর