মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪   পৌষ ১০ ১৪৩১

জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকীতে রূপগঞ্জ উপজেলা বিএনপির দোয়া

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৪  

 

 

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে রূপগঞ্জে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এ সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

 

রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, আজিজ মাস্টার দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক এড. এম আর শুক্কুর মাহমুদসহ রূপগঞ্জ উপজেলা বিএনপি'র বিভিন্ন ওয়ার্ড ইউনিয়নের নেতৃবৃন্দ প্রমুখ।

এই বিভাগের আরো খবর