সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

ট্রাফিক পুলিশের হাতে বিপজ্জনক অস্ত্রট্রাফিক পুলিশের হাতে বিপজ্জনক

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৩১ জুলাই ২০২২  



# বাধ্য হয়ে ওদের হাতে এটা তুলে দিয়েছি : টিআই (এডমিন) করিম

 

ছোট বড় যেকোনো শহরে রয়েছে যানজটের সমস্যা। তেমনই একটি ব্যস্ত শহর আমাদের এই নারায়ণগঞ্জ। নিত্যদিনের সমস্যা হয়ে পড়েছে যানজট। এর প্রতি ফল ভোগ করতে হচ্ছে সাধারণ জনগনকে। সকাল থেকে রাত পযন্ত  নগরীর মূল সড়ক গুলোতে লেগেই থাকছে যানজট। যার কারণে প্রতিদিনই নষ্ট হচ্ছে লক্ষ-কোটি মূল্যবান কর্মঘন্টা। 

 
 শহরে যানজট সমস্যা রোধ করতে নারায়ণগঞ্জ জেলার ট্রাফিক পুলিশ নিয়েছে নানা ধরনের উদ্যোগ। তার মধে অন্যতম হলো কমিনিউটি ট্রাফিক পুলিশ। যাদের কাজ হলো শহড়কে যানজট মুক্ত রাখা। কিন্তু তাদের হাতে তুলে দেওয়া হয়েছে বিপজ্জনক অস্ত্র। যার কারনে প্রায় সময় যানবাহনে থাকা যাত্রীদের হতে হচ্ছে হয়রানির শিকার। যেমন কিছুনি আগের কথাই বলা যায় মন্ডলপাড়ায় দেখা যায় পিছন থেকে এক মিশুককে বাড়ি দিলে সে বাড়ি গিয়ে লাগে যাএীর গায়ে অল্পের জন্য দূর্ঘটনা থেকে রক্ষা পেলো যাএী।


শহরে প্রধান সড়কে গুলোতে প্রতিদিনই ঘটছে নানা রকমের দূর্ঘটনা যার মধ্যে অন্যতম হলো ফুটপাতে মারামারি,চুরি ছিনতাই সহ নানা ধরনের ঘটনা। কমিউনিটি ট্রাফিক পুলিশের হাতে থাকা প্রায় কেজি ওজনের লোহার অস্ত্রটি হতে পারে বড় কোনো দূর্ঘটনার কারন। শহরে প্রায় ৪৫/৫০ জনের হাতে রয়েছে এমন ধারালো অস্ত্র। যেটা ব্যবহার করা হয় গাড়ির চাকা লিক করার জন্য। কিন্তু তারা সেই অস্ত্রটি সাবধানতা অবলম্বন করে ব্যবহার করছে না ট্রাফিক কমিউনিটি পুলিশ সদস্যরা।


সরজমিনে গিয়ে দেখা যায়, চাষাড়ার কমিউনিটি ট্রাফিক পুলিশের হাতে সে ধারালো অস্ত্রটি রয়েছে। সেই অস্ত্রটিকে ব্যবহার করে তিনি শুধু গাড়ির চাকাই লিক করছেন না। বরং যেকোনো বাহনের পিছনে বাড়ি দিচ্ছে। এবং খুবই হালকা ভাবে সেটি ধরে আছেন এবং হাত দিয়ে সেটা ঘুরাচ্ছে। যে কেউ তাদের হাত থেকে এটি ছিনিয়ে নিতে পারে এক মুহূর্তের মধ্যে।  


এটা যদি কারো গায়ে লেগে যায় তখন কী করবেন এমন প্রশ্নের জবাবে এক কমিউনিটি ট্রাফিক পুলিশ বলেন, আপা এইটা আমি শক্ত করেই ধরে আছি। কোনো সমস্যা নেই কারো গায়ে লাগবো না। কমিউনিটি পুলিশের হাতে যে অস্ত্রটা আপনারা দিয়েছেন তা দ্বারা যদি কারো কোনো ক্ষতি হয় তখন এর দায় ভার কে নিবে এমন প্রশ্নের জবাবে নারায়ণগঞ্জ চাষাড়র ট্রাফিক বক্সের টিআই করিম যুগের চিন্তাকে জানান, আপনি এটা ঠিক বলছেন, এটা আমাদের সতর্ক ভাবে ব্যবহার করা দরকার। আমরা দেখছি এটাকে আরো সতর্কতা ভাবে ব্যবহার করা যায় কি না। আসলে এটা ব্যবহারের কারন হলো শহরে যে অবৈধ বাহনগুলো চলাচল করে তা আমরা কোনো ভাবে নিয়ন্ত্রণ করতে পারছি না। যার কারণে আমরা বাধ্য হয়ে ওদের হাতে এটা তুলে দিয়েছি। আর দায়ের কথা বলতে গেলে রাস্তা ঘাটে যত রকমের চুরি ছিনতাই হয় সব কিছুর দায় কিন্তু আমরাই নেই। দায় কে নিবে সেটা ঘটনার পরে বলা যাবে। কিন্তু আমি ওদেরকে এটা সতর্কভাবে ব্যবহার করতে বলে দিবো।এমই/জেসি
 

এই বিভাগের আরো খবর