রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ট্রেন চলাচল স্বাভাবিক ছিল

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৩  

 

সারাদেশে ট্রেন চালাচল বন্ধ থাকলেও নারায়ণগঞ্জে রয়েছে স্বাভাবিক। নিয়ম অনুসারে প্রতিটি ট্রেন আসা-যাওয়াও করছে। তবে, তুলনা মূলক কমেছে যাত্রী সংখ্যা। চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর মালিবাগে রেললাইন রোববার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় অবরোধ করেছে বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

 

এতে অনেকেই দ্বন্দ্বে পরে নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাওয়ার বিকল্প পথ বেছে নিয়েছে। ছুটছেন সড়ক পথে। এতে ট্রেনের কমেছে যাত্রী সংখ্যাও। নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান লাইভ নারায়ণগঞ্জকে জানান, সারাদেশে বন্ধ থাকলেও নারায়ণগঞ্জে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে নিয়ম করেই ট্রেন আসা যাওয়া করছে। এস.এ/জেসি
 

এই বিভাগের আরো খবর