রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে র‌্যালী ও লিফলেট বিতরণ

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১ আগস্ট ২০২৩  


নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল স্কাউট গ্রুপের উদ্যোগে রবিবার সকালে র‌্যালী ও লিফলেট বিতরন করা হয়। নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল স্কাউট গ্রুপের গ্রুপ স্কাউট লিডার ও জেলা স্কাউটসের সম্পাদক মোঃ ফজলুল হক ভূইয়া মন্টু এর নেতৃত্বে র‌্যালীতে শিক্ষকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোঃআমজাদ হোসেন. আব্দুল হালিম, সাইদা সুলতানা নুপুর, খালেদা রহমান, ফারজানা সুলতানা, সোনিয়া সাহানী,জান্নাতুল ফেরদৌস,ইসরাত জাহান সানমুন, প্রমূখ সহ নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল স্কাউট গ্রুপের ২৩৫ জন কাব স্কাউট, স্কাউট ও গার্ল-ইন স্কাউটবৃন্দ। 

 

 

সচেতনতা মূলক লিফলেটে ডেঙ্গু জ্বরের লক্ষণ,ডেঙ্গু পতিরোধে করনীয়, শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্বআরোপ করা হয়। ডেঙ্গু জ¦রে আতঙ্কিত না হয়ে আসুন সবাই মিলে প্রতিরোধ করি। ডেঙ্গু জ্বরের লক্ষণ জ্বর ১০১ ডিগ্রী - ১০৫ ডিগ্রী, অতিরিক্ত মাথা ব্যাথা, চোখের চারপাশে ব্যাথা মাংস পেশিতে ও হাড়ের গিটে ব্যাথা, বমি ও বমি বমি ভাব, ত্বকে লাল ছোপ ছোপ দাগ, দাঁতের মাড়ি, নাক বা অন্য কোন অঙ্গ থেকে রক্তপাত, তীব্র পেট ব্যাথা ও পেট ফুলে যাওয়া। 

 

 

মাত্রাতিরিক্ত অস্তিরতা, শরীর হঠাৎ ছেড়ে দেওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়-ডেঙ্গু একটি ভাইরাস জনিত জ্বর যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। সাধারণ চিকিৎসাতেই ডেঙ্গু জ্বর সেরে যায়, বর্ষার সময় এ রোগের প্রকোপ বাড়তে পারে। 

 

 

এডিস মশার বংশ বৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা যায় আপনার ঘরে এবং আশেপাশে যে কোন জায়গায়, ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা/নারিকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারি শেল ইত্যাদিতে জমে থাকা পানি অপসারণ করুন, ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি ঘষে ঘষে পরিষ্কার করুন।

 

 

অব্যবহৃত পানির পাত্র ধ্বংস অথবা উল্টে রাখতে হবে যাতে পানি না জমে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, ঘিঞ্জি জনবসতিপূর্ণ এলাকায় না থাকার চেষ্টা করুন, বাড়িতে মশারি, মশা তাডানোর ঔষধ ব্যবহার করুন। বাইরে যাওয়ার সময় ফুলহাতা জামা ও পায়ে মোজা ব্যবহার করুন। জানালায় নেট লাগান অথবা দরজা জানালা বন্ধ করে রাখুন।

 

 

এ ছাড়া ও শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে ও লিফলেট বিতরন করাহয়। যাতে উল্লেখ থাকে- আসুন সবাই মিলে আমাদের এলাকা  পরিস্কার পরিচ্ছন্ন এলাকা হিসাবে গড়ে তুলি। ময়লা যত্রতত্র ফেলার কারণে রাস্তা নোংরা হচ্ছে। এসকল ময়লা-আর্বজনা পরিবেশ দ‚ষিত করছে। ফলে বিভিন্ন রোগের ঝুঁকিসহ এলাকার সৌন্দর্যহানিও ঘটছে।

 

 

পরিষ্কার-পরিচ্ছন্ন একটি এলাকা এলাকাবাসীর মর্যাদা বৃদ্ধি করে। নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি। বাড়ীর ময়লা- আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলি, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে এলাকার পরিবেশ নষ্ট করবেন না, দোকানের সামনে একটি ঝুড়ি বা ময়লা ফেলার পাত্র রাখুন, ক্রেতাদের ময়লার পাত্রে ময়লা ফেলতে উৎসাহিত করুন। 

 

 

দোকানদারগণ প্রতিদিনের ময়লা ফেলার জন্য একটি করে ঝুড়ি রাখুন ও রাতে দোকান বন্ধ করার পূর্বে দোকানের সামনের অংশ পরিষ্কার করুন। প্রতিদিনের ময়লা স্থানীয় ময়লার ভ্যানে ফেলুন। আপনার সন্তানকে শৈশব থেকে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে অভ্যস্থ করুন। আসুন সবাই নিজ থেকে দায়িত্ব নিয়ে নিজ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি।

 

 

আমরা যেখানে সেখানে ময়লা ফেলি না, আমরা সচেতন আপনি সচেতন তো? রাস্তাঘাট,ড্রেন ও ফুটপাত রাখবো মোরা পরিস্কার এটাই হোক আমাদেও অঙ্গীকার। ডেঙ্গু মুক্ত দেশ চাই, পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই।

 

 

র‌্যালীটি নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল হতে বের হয়ে আমলাপাড়া এলাকার বিভিন্ন রাস্তা ঘুরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন মোড় প্রদক্ষিন করে বিদ্যালয়ে এসে শেষ হয়। এছাড়া ও শহরের বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ন মোড়ে জনসচেতনতা সৃষ্টিতে ১৫টি বড় ফেস্টুন লাগানো হয়।  এন. হুসেইন রনী  /জেসি

এই বিভাগের আরো খবর