শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১

ডেঙ্গু মোকাবেলায় সরকার দুই ধরণের ব্যবস্থা নিচ্ছে

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৪  


স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ডেঙ্গু মোকাবেলায় সরকার দুই ধরণের ব্যবস্থা নিচ্ছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করতে স্বাস্থ্য মন্ত্রনালয়ে দফায় দফায় আলোচনাসহ জুম কনফারেন্সের মাধ্যমে সারা দেশে স্বাস্থ্য বিভাগকে যথাযথ দিক নির্দেশনা দেয়া হচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ে হাসপাতাল গুলোতে পরীক্ষা নিরীক্ষাসহ পর্যাপ্ত  চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে।  

 

 

গতকাল বুধবার (৪ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম আরও বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি মশক নিধনেও সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে। সিটি করপরেশন ও স্থানীয় সরকার মশা নিয়ন্ত্রনে কাজ করবে। আশা করি, অচিরেই দেশের ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হবে।

 


শহরের ৩০০ শয্যা হাসপাতালটি ৫০০ শয্যায় রূপান্তর করতে অবকাঠামোগত উন্নয়নের শেষ পর্যায়ের কাজ চলছে জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক জানান, এখানে আধুনিক প্রযুক্তি ও মেশিনপত্র ব্যবহারের মাধ্যমে সব ধরনের পরীক্ষা নিরীক্ষার সুব্যবস্থা সহ উন্নত চিকিৎসাসেবা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে।

 

 

হাসপাতালটিতে রোগিদের জন্য এম আর আই ও ডায়ালাইসিসসহ সব ধরণের আধুনিক পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা থাকবে। তবে জেলার কোন হাসপাতালে স্বাস্থ্যসেবায় অবহেলা বা অনিয়মের বিষয়ে কারো কোন অভিযোগ থাকলে জেলা সিভিল সার্জন ও জেলা প্রশাসককে জানানোর পরামর্শ দেন তিনি।

 


এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান এবং শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বয়াবধায়ক ডা. মো. আবুল বাশার সহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।         এন. হুসেইন রনী  /জেসি

এই বিভাগের আরো খবর