শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১

দাম বাড়ছেই সবজির

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৪  


স্বস্তির লক্ষণ নেই বাজারে। কিছুদিন পরপর নিত্যপণ্যের দাম উঠা-নামায় সংঙ্কায় আছেন সাধারণ জনগণ।। নিত্যপণ্যের বাজারে তরিতরকারীর দাম  আগের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।  পায়  ৭০-৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না কোনো সবজি। কেজিতে প্রায় প্রতিটি সবজির দাম ৩০-৪০ টাকার মতো বেড়েছে।

 

 

এখানে দাম বাড়া নিয়ে বিভিন্ন অজুহাত দিয়ে চলছে বিক্রেতারা। বাজার ঘুরে দেখা যায়, কাচাঁমরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে ২৪০ টাকা, অনদিকে হু হু করে বাড়ছে টমেটোর দাম। টমেটো বিক্রি হচ্ছে ২৬০ টাকা কেজি দরে যা গত ১ মাস আগে ছিল ৪০-৫০ টাকার মধে। করলা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে, পটল বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি ধরে এবং ঢেড়সের প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

 

 

কাকরোল ১৩০-১৪০ টাকা কেজি প্রতি। এদিকে পেয়াজের দাম কিছুদিন আগে ৭০-৮০ টাকার মধ্যে বিক্রি হলেও তা এখন পায় ২০ টাকা দাম বেড়ে ৯০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। মুলা বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকার মধ্যে। দেখা যায় বাজারে পাইকারি পর্যায়ে দাম বাড়ায় খুচরা বাজারে তার প্রভাব পড়েছে। কিছু বিক্রেতারা বলছেন, টমেটোর দাম বাড়ানোর কারণ হচ্ছে উৎসব। অন্যদিকে উৎপাদনেও ঘাটতির ফলে সরবরাহেও সমস্যা হয়েছে। যার কারণেই টমেটোর দাম বাড়ানো হয়েছে।

 


নিয়ন্ত্রণহীন হয়ে পরেছে মাছ-মাংসের দামও। আগে যে বয়লার মুরগীর দাম ১৭০-১৮০ টাকায় বিক্রি হতো তা এখন দাম বেড়ে হয়েছে ১৯০-২০০ টাকার উর্ধ্বে। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৭০ টাকায়। এছাড়া লাল লেয়ার প্রতি কেজি ২৮০-৩০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।       এন. হুসেইন রনী  /জেসি

এই বিভাগের আরো খবর