শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১

দুর্গাপূজায় দেশব্যাপী নিরাপত্তা ও সুরক্ষায় থাকবে সাইবার ইউজার দল

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৪  

 

 

দুর্গাপূজায় নিরাপত্তা রক্ষার পাশাপাশি সৌহার্দ্য-সম্প্রীতি রক্ষা ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে সারাদেশব্যপী পূজা মন্ডপে থাকবে দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন 'বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল' এর স্বেচ্ছাসেবক টীম। সংগঠনটির ৪৪টি জেলা কমিটি ও বিভিন্ন ইউনিট কমিটির নেতৃত্বে স্থানীয় পূজা মন্ডপগুলোতে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের পাশাপাশি জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের বিশেষ স্বেচ্ছাসেবক টীম থাকবে নিরাপত্তার দায়িত্বে স্ট্রাইকিং ফোর্স হিসেবে, উৎসব চলাকালে পূজামন্ডপে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এই টীম সহযোগিতা করবে। সেই সাথে সাইবারে তথা সামাজিক যোগাযোগ মাধ্যমেও যাতে গুজব সন্ত্রাসীরা দূর্গাপূজা সম্পর্কিত কোনো উস্কানিমূলক গুজব বা তথ্য সন্ত্রাস চালিয়ে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেদিকেও বিশেষভাবে সজাগ দৃষ্টি রাখবে জাতীয়তাবাদী সাইবার ইউজার দল।

 

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পূজা উদযাপন কমিটি, মন্দির কমিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল এর সমন্বয়ক ও স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল -কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপি-বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট-কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও শিব মন্দিরের সভাপতি, হিন্দু কল্যাণ ট্রাস্ট (ধর্ম বিষয়ক মন্ত্রণালয়) এর সাবেক ট্রাস্টি স্বর্গীয় রণবীর রায় চৌধুরীর সুযোগ্য সন্তান জয় কে রায় চৌধুরী বাপ্পী,

 

 বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারন সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা এস. আলম ইসরাৎ, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ন-সম্পাদক, সরকারী তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আজীজুল ইসলাম রাজীব, 

 

নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের সমন্বয়ক মনোয়ার রাজীব, গোলাম মোর্শেদ (১১নং ওয়ার্ড), ইমরান হোসেন জুয়েল চৌধুরী (১৩নং ওয়ার্ড), আকাশ খান (১৪নং ওয়ার্ড), মোঃ সিয়াম (১৮নং ওয়ার্ড), বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন সহ অন্যান্য এলাকার সাইবার ইউজার দলের নেতৃবৃন্দ এবং বলদেব জিউর মন্দিরের সদস্য সন্দিপ সাহা, তাপস সাহা সহ হিন্দু কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

মত বিনিময় সভায় এস. আলম রাজীব বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার জন্য। এবারের দুর্গোৎসবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা আছি আপনাদের পাশে। তাই আপনারা কোন অবস্থাতেই হীনমন্যতায় ভুগবেন না। আমরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনাদেন সুরক্ষা দেব। যে কোনো মূল্যে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবো। প্রতিটি পূজামণ্ডপে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল এর স্বেচ্ছাসেবক টীম শান্তি-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করবে।

 

জয় কে রায় চৌধুরী বাপ্পী তার বক্তব্যের শুরুতেই এস. আলম রাজীব ও জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জুলাই বিপ্লবের পর সর্বপ্রথম আমার বাবাকে সম্মাননা প্রদান, হিন্দু কমিউনিটির কাছে ছুটে আসা, খোঁজখবর নেওয়ার ব্যাপারে এস. আলম রাজীব ছিল সবার প্রথম। গত জন্মাষ্টমী উৎসবেও এস. আলম রাজীবের টীম আমাদের র‍্যালীতে নিরাপত্তার দায়িত্বে ছিল, আর তখনই সে অঙ্গীকার করেছিল যে আমাদের দূর্গোৎবের নিরাপত্তার দায়িত্বে আরো ব্যাপকভসবে নিয়োজিত থাকবে জাতীয়তাবাদী সাইবার ইউজার দল আর সেই ধারাবাহিকতায়ই আজকের সভা। 

 

বাপ্পি আরো বলেন, ৫ই আগস্টের পর নারায়ণগঞ্জে হিন্দু সম্প্রদায়ের উপর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আশাকরি আগামীতেও হবে না। আমাদের নারায়ণগঞ্জেই সারাদেশে একমাত্র সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল হিসেবে আমাদের সব ধর্মের শেষ সমাধি স্থল একই বাউন্ডারিতে মাসদাইরে অবস্থিত আর এই সম্প্রীতির উদাহরণ আমরা ধরে রাখবো। হিন্দু নেতারা আশা করেন, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব আনন্দমুখরতায় উদযাপিত হবে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এই বিভাগের আরো খবর