শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১

দেবী দুর্গাকে নানা রঙে সাজাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা

মেহেদী হাসান

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৩  


আর দুই সপ্তাহ পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। উৎসব উপলক্ষে শহরের প্রতিটি মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। দেবী দুর্গাকে নানা রঙে সাজিয়ে তোলার জন্য দিন রাত ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা।

 

 

গতকাল সরেজমিনে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন মন্ডপগুলোতে দেখা যায়, কাঁদা-মাটি, থড়-সুতা, কাঠ-বাঁশ দিয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। অনেকে আবার মাটির কাজ শেষ করে নানা রঙে ফুটিয়ে তুলছে দেবী দুর্গাকে। এছাড়াও দেবী দুর্গার প্রতিমার সঙ্গে শোভা পাচ্ছে গণেশ, কার্তিক, সরস্বতী, লক্ষী, মহাদেব, অসুর, সিংহ ও মহিষের প্রতিমা।

 

 

এবিষয়ে প্রতিমা শিল্পী দুলাল রায় বলেন, আর ১৪ দিন পরেই দুর্গা পূজা। আমরা আরও একমাত্র আগের থেকে কাজ শুরু করেছি। আমাদের এখানে প্রতি বছর প্রায় ১০-১৫টির মতোর মার প্রতিমার তৈরি করি। এখান থেকে অনেকেই বিভিন্ন মন্ডপে কিনে নিয়ে যায়। আবার অনেকেই আগের থেকে অর্ডার দিয়ে থাকেন।

 

 

প্রতি সেট প্রতিমা ৩০ হাজার টাকা থেকে শুরু করে ৬০ হাজার টাকা পর্যন্ত বিক্রি করে থাকি। বর্তমানে আমাদের প্রতিমা তৈরিতে তেমন একটা পরিশ্রমি পাওয়া যায় না। এখন বাঁশ-কাঠ, থড়-সুতা ও মাটির অনেক দাম, কিন্তু দাম অনুযায়ী আমরা তেমন মজুরি পায় না। কিন্তু বাপ-দাদা ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা এ কাজ করি।

 

 

0দাম না পেলেও যখন মাকে রঙ-তুলির  মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি তখন মনটা আনন্দে ভরে যায়। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন জানান, এবার ২০ অক্টোবর মহাষষ্ঠী’র মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গো উৎসব এবং ২৩ অক্টোবর বিজয়দশমী’র মধ্য দিয়ে শেষ হবে উৎসবটি।

 

 

এবার নারায়ণগঞ্জ জেলায় মোট ২২৪টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে নারায়ণগঞ্জ সদরে হবে ৪১টি, ফতুল্লায় ২৮টি, সিদ্ধিরগঞ্জে ৭টি, বন্দরে ২৮টি, সোনারগাঁ ৩৩টি, রূপগঞ্জে ৫৪টি ও আড়াইহাজারে হবে ৩৩টি।   এন.হুসেইন রনী /জেসি