রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

নগর জুড়ে তারের জঞ্জাল

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৩  

 

ইন্টারনেট সার্ভিস, ডিস লাইন কিংবা বৈদ্যুতিক বাতির তারের জঞ্জালে ঝুঁকি বাড়াচ্ছে নগরবাসীর। পুরো নগরীরজুড়ে স্পর্শকাতর বৈদ্যুতিক খুটির সাথে অগোছালো ভাবে জুলছে হাজার হাজার তার। ঝুলে থাকা এই তারের সাথে প্রায়ই আটকে যাচ্ছে মালবাহী ট্রাক কিংবা কভার্ডভ্যান। এছাড়াও অনেক সময় এই কভার্ডভ্যানের সাথে ধাক্কা লেগে তার ছিড়ে সড়কে উপরেই পরে থাকে। এতে নগরবাসির মনে আতঙ্ক থাকলেও নির্বিকার কর্তৃপক্ষ।      

 

সরজমিনে গিয়ে দেখা যায়, পুরো নগরীর প্রতিটি সড়কে, অলিতে গলিতে এবং অন্যতম শিল্প এলাকা নয়মাটি, থানাপুকুর পার এলাকা সহ সর্বত্রই সড়কের উপরে স্পর্শকাতর বৈদ্যুতিক খুটিতে অগোছালো ভাবে ঝুলে আছে ইন্টানেট সার্ভিস, ডিস ক্যাবল অপারেটরদের তার। এমনকি নগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক বঙ্গবন্ধু সড়কের দুপাশে ফুটপাতের সাথে বৈদ্যুতিক খুটিতেও ঝুলে থাকা তারের জটলা লক্ষ করা যায়।

 

বৈদ্যুতিক খুটির ব্যবহার করে এসব তার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নারায়ণগঞ্জ শহর জুড়ে। প্রতিটি খুটির সাথে পাকিয়ে ফেলা হয়েছে তারের কূন্ডলি। ঝুলে থাকা তারের জঞ্জালের কারনে একদিকে যেমন নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য অন্যদিকে বিভিন্ন সময় ঘটছে ছোট-বড় অগ্নিকাণ্ডের ঘটনা।  

 

স্থানীয়সূত্রে জানা যায়, বছরের পর বছর নিজেদের খেয়াল খুশি মতো অপরিকল্পিত ভাবে ঝুলিয়ে রাখা হয়েছে ইন্টানেট সার্ভিস, ডিস ক্যাবল অপারেটরদের অসংখ্য তার। ঝুলে থাকা তারের জঞ্জালের কারণে বৈদ্যুতিক খুটি বা ট্রান্সফরমার দেখা ও যায় না। অন্যদিকে জড়-বৃষ্টির সময় তার ছিড়ে সড়কে পরে থাকে। যে কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা।

 

এ বিষয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির নিবার্হী প্রকৈাশলী মো. নাঈম হোসেন যুগের চিন্তাকে জানান, কয়েকদিন আগে আমি এখানে এসেছি এখনো পর্যন্ত তেমন কিছু জানি না। আমি এ বিষয় জেনে ব্যবস্থা গ্রহন করবো।এস.এ/জেসি 
 

এই বিভাগের আরো খবর