রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

নবনির্মিত সিজিএম কোর্ট ভবনে হার্ট ইনস্টিটিউট স্থাপন করা হউক:শামীম

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২৩ জুন ২০২৩  


কখনো আইন মন্ত্রীর কাছে, কখনো আবার গিয়েছেন স্বাস্থ্য মন্ত্রনালয়ে। নারায়ণগঞ্জের মানুষের জন্য একটি হার্ট ইনস্টিটিউট স্থাপন করতে বারবার চেষ্টা করে যাচ্ছেন জনপ্রিয় সংসদ সদস্য শামীম ওসমান। অবশেষে তাঁর প্রচেষ্টায় আশার আলো দেখা যাচ্ছে।

 

 

শামীম ওসমানের প্রশ্নের জবাবে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আইন মন্ত্রণালয় থেকে নারায়ণগঞ্জে আদালতের জন্য নির্মিত অব্যবহৃত ভবনটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে হস্তান্তর করলে হার্ট ইনস্টিটিউট স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।’

 

 

বাংলাদেশ জাতীয় সংসদ অধিবেশনে গত মঙ্গলবার (২০ জুন) অনুষ্ঠিত সংসদ বৈঠক মৌখিক উত্তরদানের জন্য প্রশ্ন ও উত্তর পর্বটি হয়। সেখানে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেকের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জ দায়রা জজ আদালত প্রাঙ্গণে প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন একটি ভবন আইনজীবীদের আপত্তির কারণে ৫ বছর  যাবৎ অব্যবহৃত অবস্থায় পরে আছে।

 

 

ভবনটিতে একটি হার্ট ইনস্টিটিউট স্থাপনের সিদ্ধান্ত গ্রহণপূর্বক হস্তান্তরের আনুষ্ঠানিক প্রস্তাব আইন মন্ত্রণালয়কে করবেন কি না? উত্তর যদি হ্যা হয়, তাহলে কবে নাগাদ প্রদক্ষেপ গ্রহণ করবেন? উত্তরে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক বলেন, ভবনটি যদি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে।

 

 

সেক্ষেত্রে ভবনটি সংশ্লিষ্ট এলাকার জনগণের স্বাস্থ্য সেবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। শিল্প নগরী নারায়ণগঞ্জে ৩৯ লাখ মানুষের বসবাস। বিশাল এই জনসংখ্যার মানুষ স্বাস্থ্য সেবার জন্য ছুটে যান রাজধানী ঢাকায়। হৃদরোগের মতো জটিল রোগে আক্রান্ত হয়ে কখন কখন পথেই মারা যান অনেকে। 

 

 

বিষয়টি উপলব্ধি করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান নারায়ণগঞ্জের কালিবাজার এলাকায় অবস্থিত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনটিতে একটি হার্ট ইনস্টিটিউট স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহীকতায় ২০২১ সালে ১৪ ফেব্রুয়ারি খানপুরের ৩০০ শয্যা হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেককে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনটিতে হার্ট ইনস্টিটিউট স্থাপন করার অনুরোধ করেন।

 

 

এরপর ২০২২ সালের ২ ডিসেম্বর আইনমন্ত্রী আনিসুল হক নারায়ণগঞ্জে আসলে শামীম ওসমান করজোড় মিনতি করে একটি হৃদরোগ হাসপাতাল প্রতিষ্ঠার জন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনটি চান। তখন আশ্বাস দিয়ে যান আইনমন্ত্রী।  এন. হুসেইন রনী  /জেসি

এই বিভাগের আরো খবর