বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

না.গঞ্জের মানুষ আন্তরিক ও সহযোগীতাপূর্ণ : মো. শরীফুল ইসলাম

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৩  


জেলা শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জের প্রতিটা মানুষ আমার আত্মার আত্মীয়, এখানের সবাই অত্যান্ত আন্তরিক এবং সহযোগীতা পরায়ন, তাদের আন্তরিকতা ও ভালবাসার কারনে দীর্ঘ ছয় বছর সততার সাথে কাজ করতে পেরেছি, সরকারি চাকুরী করি, নিয়ম অনুযায়ী বিদায় তো নিতেই হবে, আমি যেখানেই থাকিনা কেন সব সময় নারায়ণগঞ্জের মানুষের আন্তরিকতা ও ভালবাসার কথা আমার মনে থাকবে, তাদের আন্তরিকতা ও ভালবাসায় টিম নারায়ণগঞ্জ গঠন করে করোনা কালিন সময় কাজ করেছি।

 

 

গতকাল সকালে নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলামের বদলী জনিত বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন, এ সময় তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে চাকরী করার সময় আমার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের যেমন ভালবাসা পেয়েছি আজ বিদায় বেলায়ও আমার প্রতি তাদের সে ভালবাসা অব্যাহত রয়েছে এটা আমার জন্য পরম পাওয়া, সবাই আমার জন্য দোয়া করবেন।

 

 

আমি যেন সততা আর আদর্শ নিয়ে আমার চাকরী জীবনের বাকী সময়টা পার করতে পারি, জেলা শিক্ষা অফিসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক এ.টি.এন জেলা প্রতিনিধি আবদুস সালাম, সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, আড়াই হাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কে এম আলমগীর, বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম খান,জেলা শিক্ষা অফিসের প্রশিক্ষণ সমন্বয়ক ইমন মিয়া। 

 

 

গবেষণা কর্মকর্তা নাজমুন নাহার,মুসলিম নগর কেএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষা ও শিক্ষক কর্মচারী উন্নয়ন পরিষদ সদর নারায়ণগঞ্জ সভাপতি এ.কে.এম ইব্রাহীম, সাধারণ সম্পাদক আবদুস সোবহান, পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ সরকার, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন। 

 

 

ধর্মগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রার সুপার মাওলানা আবদুল মজিদ, নারায়ণগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসা, বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা বেগম রত্না, সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহম্মেদ, মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী প্রমুখ।  এন.হুসেইন/জেসি

এই বিভাগের আরো খবর