শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১

নারায়ণগঞ্জে গানে-কবিতায় কবিগুরুকে স্মরণ

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ৯ মে ২০২২  

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে রবীন্দ্র জয়ন্তী উদযাপিত হয়েছে। রোববার (৮ মে) বিকেলে নগরীর ডিআইটিতে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের এ আয়োজনে গান-কবিতা পরিবেশন করে সংস্কৃতিকর্মীরা। কোরাস গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

 

তবলা, বাঁশির সুরের সাথে গান, কবিতা পরিবেশনের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানানো হয় কবিগুরুকে। বিশ্বকবির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পন করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, প্রগতি লেখক সংঘ, হাওয়াইয়ান গিটার, কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা। রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন খেলাঘর আসরের সভাপতি রথীন চক্রবর্তী, সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজল, ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, উন্মেষের সভাপতি প্রদীপ ঘোষ, সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ প্রমুখ। সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মনি সুপান্থ।