রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

নাসিকের ওয়াসার দুই কর্মকর্তা বিরুদ্ধে গাফলতির অভিযোগ এলাকাবাসীর

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৩  


নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাধীন ওয়াসা কর্মকর্তা মোস্তাফিজ ও ফোর ম্যান ইমরানের বিরুদ্ধে পানি পাম্পের ট্রান্সফরমার মেরামতে গাফলতি অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে বলে সিটি কর্পোরেশনের একাধিক সূত্রে জানা গেছে।  

 

 

নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী দেশের বাইরে থাকায় এবং কোন ভারপ্রাপ্ত মেয়র বা চলতি দায়িত্বে কেউ না থাকায় এ ব্যাপারে এলাকাবাসী কাউকে অভিযোগ করেও কোন সুরাহা পাননি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সিটি কর্পোরেশনের মেয়র বরাবর দাবি জানিয়েছে ৮টি এলাকাবাসী। 

 

 

রোববার (২ এপ্রিল) সকালে ওয়াসা কর্মকর্তা মোস্তাফিজের গাফিলতিতে পবিত্র মাহে রমজান চলাকালে টানা ৫৬ ঘন্টা পানি থেকে বিছিন্ন ছিলো লক্ষাধিক মানুষ। তাদের কাজের অনিহার কারণে, এলাকার মুরব্বী ও যুবকরা ডিপিডিসি প্রকৌশলীর পবিত্র মাহে রমজানে লক্ষ মানুষের কষ্ট জানিয়ে একটি অস্থায়ী ট্রান্সফরমার চান। এতে ডিপিডিসি নির্বাহী প্রকৌশলীর সহযোগিতায় একটি অস্থায়ী ট্রান্সফরমার দেয়া হলে রোববার দুপুর ৩টা থেকে পানি পাম্পে সরবরাহ শুরু হয়। 

 

 

পাঠানটুলি বাসিন্দা ও সিদ্ধিরগঞ্জ থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসমিন জানান, ৩১ মার্চ ভোর থেকে ওয়াসা পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় ওয়াসার পানি না থাকায় পাঠানটুলি পানির পাম্প অফিসে গেলে জানতে পারি ডিপিডিসি ও সিটি কর্পোরেশনের বিদ্যুতের ট্রান্সফরমার বিকল হয়ে গেছে। এর কারণে সকাল থেকে পানি সরবরাহ বন্ধ রয়েছে। 

 

 

তিনি আরো জানান, ওয়াসা কর্মকর্তা মোস্তাফিজ ও ফোরম্যান ইমরান এই বিকল ট্রান্সফরমার দ্রুত সমাধান করা হবে আশ্বাস দেয়া হলেও ৫৬ ঘন্টাও তারা কোন ব্যবস্থা নেয়নি। তাদের কাছে এই পানি পাম্প সমাধানের কোন সঠিক উত্তর পাওয়া যায়নি। এদিকে এলাকায় ওয়াসার পানি না থাকা অবস্থায়ও কষ্ট করে লক্ষাধিক মানুষ রোজা রাখছে। এই পাম্প থেকে পাঠানটুলি, আইলপাড়া, নতুন আইলপাড়া, নিউ হাজীগঞ্জ, হাজীগঞ্জ সহ কয়েকটি এলাকায় পানি সরবরাহ করা হয়।

 

 

রোববার সকালে ডিপিডিসি নির্বাহী প্রকৌশলী মোঃ রুহুল আমিন ফকিরের কাছে আমাদের এলাকাবাসী কষ্টের কথা তুলে ধরলে তিনি আমাদের ৮টি এলাকাবাসী জন্য একটি অস্থায়ী ট্রান্সফরমার প্রদান করেন। দ্রুত এলাকাবাসী ও ডিপিডিসির সহযোগিতা এই পানির পাম্পটি সচল করি। আমাদের ট্রান্সফরমারের জন্য বিশেষ সহযোগিতা করেছেন ডিপিডিসি উপ সহকারী প্রকৌশলী অলিউর রহমান ও মোঃ হাবিবুল্লাহ সোহেল। 

 

 

পাঠানটুলি পানির পাম্পের কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, ৩১ মার্চ সকালে ডিপিডিসি ও সিটি কর্পোরেশনের দুইটি ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় পানি সরবরাহ বন্ধ রাখা হয়। বিকল হওয়ার সাথে সাথে সিটি কর্পোরেশনের ওয়াসা কর্মকর্তা মোস্তাফিজকে ফোন করে অবগত করি। তিনি দুইদিন যাবৎ দ্রুত সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছেন। আজ রোববার এলাকার মুরব্বী ও যুবকরা ডিপিডিসি থেকে অস্থায়ী ট্রান্সফরমার ব্যবস্থা করার পর দুপুর ৩টা থেকে পুনরায় পানি সরবরাহ দেয়া হচ্ছে। 

 

 

বিকল হওয়া দুইটি ট্রান্সফরমার মেরামতের প্রশ্নে তিনি জানান, এগুলোর ব্যাপারে দেখেন ওয়াসার কর্মকর্তা মোস্তাফিজ ও ফোরম্যান ইমরান। তাদের সাথে যোগাযোগ করলে সঠিক উত্তর পাবেন বলে জানান তিনি। এদিকে সিটি কর্পোরেশনের ওয়াসা কর্মকর্তা মোস্তাফিজকে একাধিক বার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।  এন.হুসেইন/জেসি

এই বিভাগের আরো খবর