বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

নাসির উদ্দিনের মতো লোক প্রতিদিন জন্মায় না : স্মরণসভায় বক্তারা

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ৬ মে ২০২১  

তোলারাম কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক এজিএস, বাংলাদেশ হোসিয়ারী সমিতির সাবেক ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের স্মরনসভায় বক্তারা বলেছেন, মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের মতো সাহসী, সৎ ও পরোপকারি মানুষ প্রতিদিন জন্মায় না। তার মতো মানুষের সংকট বলেই আজ সমাজে সত্য, ন্যায় প্রতিষ্ঠিত হয় না, মানুষের পাশে দাড়ানো মানুষের অভাব বোধ হয়। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে অবস্থিত নারায়ণগঞ্জ টিভি মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আয়োজিত স্মরন সভায় বক্তারা এসব কথা বলেন।

 

জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এডভোকেট নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্যা রাখেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম, সাবেক সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, দৈনিক সংবাদের চীফ রিপোর্টার সালাম জুবায়ের, বাংলাদেশ হোসিয়ারী সমিতির সহসভাপতি সাঈদ আহমেদ স্বপন, মুক্তিযোদ্ধা সংসদের নারায়ণগঞ্জ সদর উপজেলা কমান্ডার শাজাহান ভ‚ইয়া জুলহাস, মরহুমের ছোটবেলার বন্ধু মোশারফ হোসেন মাখন, খেলাঘরের সাবেক কেন্দ্রীয় সাধারন সম্পাদক জহিরুল ইসলাম জহির, সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনের ছেলে তারেক আফজাল, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ রতন, মুক্তিযোদ্ধা হামিদুর রহমান বাঙ্গালী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার রাজিব, সন্তান কমান্ডের বন্দর শাখার আহবায়ক শেখ কামাল, বাংলাদেশ মানবাধিকার কমিশনের বন্দর উপজেলার সভাপতি নাজমা বেগম, সাজিম আহমেদ প্রমুখ।

 

স্মরন সভায় মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ রতন বলেন, মাসদাইরে প্রথম প্রতিরোধ যুদ্ধে কমান্ডার সিরাজুল ইসলামের নেতৃত্বে নাসির উদ্দিনসহ কিশোর তরুনদের একটি গ্রুপ অংশ নেয়। প্রতিরোধ যুদ্ধে নাসির উদ্দিন অসাধারন বীরত্ব প্রদর্শন করে। এটাই বাংলাদেশে পাকিস্থানী সেনাবাহিনীর সাথে প্রথম সশস্ত্র প্রতিরোধের ঘটনা। এ জন্য নুরু মিয়া চৌধুরী বাচ্চু জেলা প্রশাসকের (তৎকালীন এসডিও) অস্ত্রাগার খুলে দেয়।

 

দৈনিক সংবাদের চীফ রিপোর্টার সালাম জুবায়ের বলেন, ভারতে জেনারেল মানেক শ’র বাড়ির সামনে দিয়ে গাড়ির হর্ন বাজানো নিষেধ। যাতে তিনি বিরক্ত না হন। তার প্রতি সম্মান জানাতে এটা করা হয়েছে। অথচ মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনসহ এদেশ স্বাধীন করা মুক্তিযোদ্ধারা তাদের যথাযথ মুল্যায়ন পায়নি। তারাই এদেশের প্রথম সেনাবাহিনী। কিন্তু এক সময় তাদের নাম নেয়াও নিষেধ ছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুল্যায়ন করেছেন বলে এখন মুক্তিযোদ্ধারা মুল্যায়িত হয়। নইলে তা-ও হতো না।

 

বাংলাদেশ হোসিয়ারী সমিতির সহ-সভাপতি সাঈদ আহমেদ স্বপন বলেন, আজ নয়ামাটিতে আগুন লাগলে এখানকার ঘিঞ্জি রাস্তার কথা আলোচিত হয়। কিন্তু আজ থেকে প্রায় পয়ত্রিশ বছর আগে মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনসহ আরো কয়েকজন শীর্ষ হোসিয়ারী ব্যবসায়ী এ সমস্যার কথা ভেবে পঞ্চবটিতে বিসিক হোসিয়ারী পল্লী গড়ে তোলার জন্য উদ্যোগী ভ‚মিকা নিয়েছিলেন।

 

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, মোহাম্মদ নাসির উদ্দিন ছাত্রাবস্থায়ই রাজনীতির সাথে জড়িত হন। তিনি আধ্যাত্মিক সাধনাও করেছেন। ধর্মীয় বিষয়ে তার অনেক গভীর জ্ঞান ছিলো। অসাম্প্রদায়িক এ মানুষটি মুক্তিযুদ্ধ ছাড়াও বিভিন্ন সময়ে দেশের ক্রান্তিকালে মানুষের পাশে প্রচন্ড সাহস নিয়ে দাড়িয়েছেন।

 

খেলাঘরের সাবেক কেন্দ্রীয় সাধারন সম্পাদক জহিরুল ইসলাম জহির বলেন, মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ও তাদের পরিবার নারায়ণগঞ্জের সাংস্কৃতিক কর্মকান্ডে সরাসরি যুক্ত ছিলেন ও পৃষ্ঠপোষকতা করেছেন।

 

 

এই বিভাগের আরো খবর