মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

নোয়াদ্দা সেতুটি যেন মরণ ফাঁদ

প্রকাশিত: ১০ আগস্ট ২০১৮  

বন্দর (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২৪নং ওয়ার্ডের নবীগঞ্জ নোয়াদ্দা খনকার (খন্দকার) বাড়ির সেতুটি দীর্ঘ দিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও নাসিক  মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দৃষ্টিগোচর না কারণে কেবল অস্তিত্ব নিয়েই ঠায় দাড়িয়ে আছে সেতুটি। প্রায় সহস্রাধিক পরিবারের চলাচলের একমাত্র সংযোগ মাধ্যম হওয়ায় প্রতিদিন হাজার হাজার পথচারী জীবনের ঝুঁকি নিয়েই এই সেতুটি দিয়ে যাতায়াত করে আসছে। 

নাম প্রকাশ না করার শর্তে এলাকার বাসিন্দা গণমাধ্যমকে জানান, সেতুটি অনেক দিন ধরেই অরক্ষিত হয়ে আছে। প্রতিদিন শত শত পথচারী এবং স্কুল-কলেজের ছেলে-মেয়েরা জীবনের ঝুঁকি নিয়ে এই সেতুটি হয়ে যাতায়াত করছে। যে কোন মুহুর্তে এটি ধ্বসে জান-মালের অপূরণীয় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সেতুটি পুনঃনির্মাণ অতীব জরুরী হয়ে পড়েছে।  

সেতুটি দ্রুত  পুনঃনির্মাণ না করা হলে এলাকাবাসী মানববন্ধনসহ নানা কর্মসূচী পালন করবে। 

এই বিভাগের আরো খবর