মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

নয়ামাটি ঢালের খালপাড় সড়কের বেহালদশা

সাদিয়া আক্তার মীম

প্রকাশিত: ২৭ জুন ২০২১  

সদর উপজেলার কুতুবপুর পাগলা নয়ামাটি ঢালের সড়কে ড্রেজারের পাইপ এবং বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হওয়ায় এটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। এর আগেও এই রাস্তার অবস্থা খুবই নাজুক ছিল ।এলাকায় রেলপথের ডাবল লাইন এবং ডিএনডি প্রজেক্টের কাজ চলার কারণে বিকল্প পথ হিসেবে প্রতিদিন নয়ামাটি, নুরবাগ, নিশ্চিন্তপুর, শাহী বাজার, বৌ বাজার, আদর্শ নগর, রসুলপুরসহ বিভিন্ন এলাকার লোকজন  এই নয়ামাটির রাস্তাটি ব্যবহার করে। এই সড়ক  দিয়েই প্রতিদিন লাখো মানুষ চলাচল করে।

 

এছাড়া পণ্যবাহী অনেক যানও চলাচলের জন্য এই রাস্তাটি ব্যবহার হয়। কিন্তু রাস্তাটির বেহাল দশার কারণে এখন প্রায়সময়ই  ঘটছে নানা দুর্ঘটনা। অতীব গুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কার কাজের জন্য স্মরণাপন্ন হলেও কোন রকম গুরুত্ব দেয়া হচ্ছেনা বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে মানুষের অসুবিধা ও কষ্ট লাঘবের জন্য আলোর সন্ধান ছাত্র ও যুব সংগঠন নামক একটি সামাজিক সংগঠনের এক দল যুবকরা মিলে তাদের নিজস্ব অর্থায়নে সাময়িকভাবে রাস্তাটির সংস্কার  কাজ করলেও তা ২ মাস না যেতেই পুরনো রূপে ফিরে এসেছে সড়কটি।

 

এই বিষয়ে আলোর সন্ধান ছাত্র যুব সংগঠনের প্রতিষ্ঠাতা শাহীন যুগের চিন্তাকে হতাশা প্রকাশ করে বলেন, আমরা নয়ামাটি ঢালের খালপাড় রাস্তাটি সংস্কারের যে কাজটি করেছি তা পূর্ণতা পায়নি, আমরা ভেবেছিলাম আমাদের করা কাজটি এলাকার জনপ্রতিনিধি চেয়ারম্যান, মেম্বার অথবা যারা দায়িত্বশীল ব্যক্তি তাদের চোখে পড়বেএবং তারা আমাদের অসম্পূর্ণ কাজটার পূর্ণতা দিবেন।কিন্তু তা আর হয়ে উঠেনি। আমরা রাস্তাটির সংস্কারের পর প্রায় ৬ মাস হয়ে গেল এখনো কোন জনপ্রতিনিধি বা দায়িত্বশীল ব্যক্তি এমন কেউ এই নয়ামাটি ঢালের খালপাড় রাস্তাটি সংস্কারে এগিয়ে আসেনি। যার ফলে রাস্তাটির অবস্থা আগের মতো ভয়াবহ রুপ ধারণ করেছে ।

 

এ বিষয়ে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু বলেন , রাস্তাটি এলজিইডি’র অধীনে এবং রাস্তার পাশেই খাল থাকায় ডিএনডি প্রজেক্ট কর্মকর্তরা সেটি এলজিইডিকে সংস্কার করতে দিচ্ছেনা বলে জানতে পেরেছি। পরবর্তীতে খালের কাজ সম্পন্ন হওয়ার পরে সেনাবাহিনীর পক্ষ থেকে এই সড়কটির সংস্কারের কাজ হতে পারে।  

এই বিভাগের আরো খবর