বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১৪৫ কেজি পলিথিন ব্যাগ জব্দ ও জরিমানা

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৪  



শহরের দ্বিগুবাবুর বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বাজারজাতকারী দুই দোকান থেকে প্রায় ১৪৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। এসময় দুই প্রতিষ্ঠানের কাছ থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায়  করা হয়।

 


গতকাল নারায়ণগঞ্জ জেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার জনাব তানিয়া আক্তার এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে একটি টীম কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে এই অভিযান পরিচালনা করে।

 


ঈরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক এএইচএম রাসেদ জানান, অভিযানে দ্বিগুবাবুর বাজার এলাকার মেসার্স এলভি ট্রেড্রার্স থেকে ১২৬ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এসময় প্রতিষ্ঠানটির কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া মেসার্স ফাতেমা স্টোর থেকে ১৯ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

 

 

এসময় প্রতিষ্ঠানটির কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিনি জানান,  নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক, জনাব টিটু বড়ুয়া উপস্থিত ছিলেন।    এন. হুসেইন রনী  /জেসি

এই বিভাগের আরো খবর