রোববার   ২২ ডিসেম্বর ২০২৪   পৌষ ৮ ১৪৩১

পাঁচ দিনের রিমান্ডে উপজেলার সাবেক চেয়ারম্যান স্বপন

যুগের চিন্তা রিপোর্ট :

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যা মামলা ও বৃদ্ধ আব্দুর রহমান হত্যা মামলায়, আড়াইহাজার উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনকে ৫ দিনের রিমান্ডে দিয়েছে বিজ্ঞ আদালত। এর আগে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে পুলিশ। গতকাল বুধবার (১৩ নভেম্বর) বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বিথীর আদালতে  ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। তথ্যটি নিশ্চিত  করেছেন আদালত পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. কাইউম খান। মামলার বিবরণে জানা যায়, গত ২২ জুলাই বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার ভুইগড় কাজীবাড়ি এলাকায় বৈষম্যবরোধী ছাত্র-জনতার আন্দোলন চলছিল।

 

সে সময় তাদের আন্দোলন পণ্ড করতে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপুল সংখ্যক সশস্ত্র লোকজন নিয়ে ককটেল বিস্ফোরণ ও এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। এ সময় ফতুল্লা থানার কুতুবপুর ইউনয়নের ভুইগড় কাজীবাড়ি সিকদার পাম্পের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান ভুইগড় এলাকার বাসিন্দা ও মৃত হাসান দেওয়ানের ছেলে বৃদ্ধ আব্দুর রহমান (৬৬)। এ ঘটনায় নিহত আব্দুর রহমানের ছেলে ফয়সাল বাদী হয়ে গত ৮ সেপ্টেম্বর ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেন।


 
এর আগে, মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত দশটায় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ফতুল্লা থানাধীন দক্ষিণ সস্তাপুর এলাকা থেকে আড়াইহাজার উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনকে তার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এই বিভাগের আরো খবর