রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

পাম্প মেরামতের পরেও পানির জন্য হাহাকার

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৪  


নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডে  চলছে বিশুদ্ধ পানির সংকট। দীর্ঘদিন ওয়াসার পানির সংকট থাকলেও গত ৪ দিন ধরে এই সমস্যা যেন প্রকট আকার ধারণ করেছে। নিত্য ব্যবহার্য পর্যাপ্ত পরিমানের পানি পাচ্ছেন না তারা। পর্যাপ্ত পানি না পাওয়া গত ৪-৫ দিন যাবৎ মানবেতর জীবন-যাপন করছেন এই ওয়ার্ডের সহস্রধিক পরিবার। এলাকাবাসীর অভিযোগ গত ৩ মাস ধরে পর্যাপ্ত পানি পায় না।

 

 

কয়েকদিন পর পরই পাম্প নষ্ট হয়ে যায়, নতুন কোনো পাম্প স্থাপন করে না। এছাড়া পানিতে ছোট ছোট পোকা- ময়লা ভাসে এবং পানি কালো ও দূর্গন্ধযুক্ত হয়। এদিকে পাঠানটুলি এলাকার পানির পাম্প অপারেটর হাফিজুর রহমান বলছেন, গত ৩ দিন ধরে পাম্প নষ্ট থাকার কারনে এলাকাবাসি পানি পায় নি।

 

 

কিন্তু এখন তো তারা পানি পাচ্ছে। এলাকাবাসিরা বলছে তারা পর্যাপ্ত পানি পাচ্ছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে ৯০ ভূগর্ভস্থ পর্যন্ত পানি থাকত এখন ৪০ পযন্ত থাকে। এমন অবস্থায় তারা পানি তো কম পাবেই।

 


জানা যায়, পাঠানটুলী এলাকার পাম্পটি দীর্ঘদিন পুরানো হওয়ায় ঐ ওয়ার্ডের মানুষের নানা সমস্যা পরতে হয়। ঐ ওয়ার্ডে ওয়াসার দুটি পাম্পের মধ্যে একটি ধনকুন্ডা এলাকায় অপরটি পাঠানটুলিতে। যার মধ্যে পাঠানটুলি এলাকার পাম্পটি বেশ পুরানো। পাঠানটুলি এলাকাবাসির তথ্য মতে দীর্ঘ ১৬ বছর পূর্বে স্থাপন করা এই পাম্পটি এখন এলাকবাসির পানি চাহিদা পর্যাপ্ত ভাবে পূরণ করতে পারছে না। কালো-ময়লা দূর্গন্ধযুক্ত পানি সরবরাহ করছে পাম্পটি।

 


নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসি যুগের চিন্তাকে বলেন,  র্দীঘ ৬ মাস আগে এই পাম্পটি নষ্ট হয়ে যায়। তার তিন মাস পরে কর্তৃপক্ষের লোক এসে পাম্প টি ঠিক করে দিয়ে যাওয়ার পর উপকার হয়নি । তার কিছু দিন পরেই পাম্প টি আবার নষ্ট হয়ে যায় । গত ৭ দিন আগে আবারও পাম্পটি ঠিক করে দিয়ে গেলেও পাম্পটির কোনো সুফল লক্ষ করা যায়নি।

 

 

তার পর কোনো উপায় না পেয়ে এলাকার একটি পুরোনো পাইপলাইনের সাথে পাম্পটির সংযোগ করে দিয়ে যায়। তার পর থেকেই পানি আসে তবে পানির রং লাল। আর এই পানি তে র্দুগন্ধের মাত্রাও বেশ। তার উপরে পানি পর্যাপ্ত পাই না। আগে যেমন পানি পেতাম এখন তা পাচ্ছি না।              

 


এ বিষয়ে আইলপাড়ার হারুন নামে স্থানীয় এক বাসিন্দা বলেন,পাম্প নিয়ে আমাদের এলাকাতে একটা নাটক চলে। কয়েকদিন পর পর পাম্প নষ্ট হয়ে যায়। কয়েকদিন কষ্ট করি। আবার এসে তারা ঠিক করে যায় কয়েকদিন চলে ফের যেমনটা তেমনে পরিনত হয়। গত কয়েকদিন পাম্পটি নষ্ট ছিলো তারপর ঠিক করে গতকালকে কিন্তু কি লাভ পরিমান মতো পানি পাই না। পানি ভালো না। ময়লা-দূর্গন্ধ খাওয়ার অযোগ্য। এই পানি খেলে বাচ্চারা বলে পেটে ব্যাথা করে অন্যান্য আরো কত রোগ।

 


প্রকৌশলী আব্দুল্লাহ আল জোবায়ের যুগের চিন্তাকে বলেন, পাম্পটি নষ্ট হয়েছে আমরা ঠিক করে দিয়েছি। কিন্তু পানি পর্যাপ্ত পাচ্ছে না কারণ গত ২ দিন আগে পাম্প টি ঠিক করা হয়েছে একটু তো সময় দেওয়া উচিত। এছাড়া পাম্পটি ঠিক করার পর প্রতি মিনিটে ১৪০০ লিটার পানি সরবরাহ হচ্ছে পর্যাপ্ত না কীভাবে।

এই বিভাগের আরো খবর