রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

‘পার্কিং স্পেস’ অনীহায় ভোগান্তি চরমে

সাইমুন ইসলাম

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৩  

 

#  অধিকাংশ ভবন, হাসপাতাল, শপিংমলে নেই পার্কিং স্পেস
#  পার্কিং স্পেস ছাড়া সমস্ত ভবনই অবৈধ : টিআই করিম

 

 

নারায়ণগঞ্জের যানজট যেন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছেনা। সেলিম ওসমানের ২৫ লক্ষ টাকা অনুদান কিংবা কিংবা ট্রাফিক ও কমিউনিটি পুলিশের যৌথ তৎপরতা, কিছুতেই যেন নিয়ন্ত্রণে আসছে না অভিশপ্ত যানজট। এ যানজটের নেপথ্যে বহুবিধ কারন থাকলেও পার্কিং স্পেসহীনতা যানজটের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়। সরেজমিনে প্রতিবেদকের পরিদর্শনেও এর সত্যতা পাওয়া যায়।

 

শহরের প্রাণকেন্দ্র চাষাড়া এর আশেপাশে একাধীক শপিংমল, সুপারশপ, হাসপাতাল সহ বিভিন্ন স্থাপনাকে সম্পূর্নরুপে পার্কিং স্পেসহীন রুপে দেখা গেছে। কিছু কিছু স্থাপনায় আংশিক পার্কিং স্পেশ থাকলেও বেশিরভাগ গাড়ি সড়কের রাস্তায় পার্ক করে থাকতে দেখা যায়। পার্কিং সুবিধা না থাকার কারণে সেবা নিতে আসা প্রতিষ্ঠানের গ্রাহকের গাড়ি থাকে মূল সড়কে। এতে করে গাড়ি চলাচলে অসুবিধার পাশাপাশি যাত্রীরা সড়কধরে হাঁটার ক্ষেত্রে ও পড়েন ব্যাপক ভোগান্তিতে।

 

কিন্তু প্রতিষ্ঠান এর কর্তৃপক্ষ যেনো এ ব্যাপারে উদাসীন। বছরের পর বছর এভাবেই চলছে। প্রশাসন ও যেনো এ ব্যাপারে একেবারেই নিরব। সচেতন মহল থেকে বলা হচ্ছে পার্কিং এর যথাযথ ব্যবস্থা করতে না পারলে যানজট নিয়ন্ত্রনে আনা আদৌ সম্ভব নয়।

 

সাদিক নামে এক স্থানীয় যুগের চিন্তাকে জানান, ব্যবসার খাতিরে প্রতিদিনই শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলাচল করতে হয়। কিন্তু গাড়ি করে এই দুরত্ব পারি দিতে আমি ব্যাপকভাবে নিরুৎসাহিত করতে চাই সবাইকে। কারণ ৫ মিনিটের দুরত্ব পারি দিতে সময় লাগে কয়েকগুণ।

 

তিনি আরো বলেন, ফুটপাত ধরে হাঁটবো সেই জো ও নেই। ফুটপাতে হকাররা বসে, আর রাস্তার কিনারায় গাড়ি পার্কিং করা থাকে, তখন রাস্তার মাঝখান দিয়ে হাঁটা ছাড়া আর উপায় থাকেনা। ঝুঁকি নিয়ে এভাবে রাস্তা দিয়ে হাঁটা প্রতিদিনের রুটিন বলে উল্লেখ্য করেন তিনি। এতে করে মুল সড়কে বাধে ব্যাপক যানজট। তিনি পার্কিং এর এমন বেহাল দশা উত্তরনের দাবী জানান।

 

পার্কিং সমস্যার সমাধান না করে যানজট সম্পুর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে অভিমত সুধীজনদের। তাই পার্কিং সমস্যা সমাধান করে যানজট নিয়ন্ত্রনে কি ভুমিকা রাখছে ট্রাফিক বিভাগ এ ব্যাপারে জানতে টিআই (এডমিন) করিম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ বিষয়ে মিটিং করে সবাইকে বলা হয়েছে। ভবন করার আগেই ভবন মালিক দের পার্কিং এর জায়গা রেখে ভবন নির্মান করতে বলা হয়। অন্যথায় সেই ভবন অবৈধ হিসেবে বিবেচিত হয়।

 

তিনি আরোও বলেন, রাস্তায় শুধু মাত্র রানিং গাড়ি চলতে পারবে। কোনো গাড়ি পার্ক করা অবস্থায় রাস্তায় থাকতে পারবেনা। তবে নগরবাসী চায় আইনের প্রয়োগ। তারা পরিছন্ন ও নিরবিছিন্ন শহর দেখতে চায়। তারা দ্রুত পার্কিং সমস্যার সমাধান চায়।

এস.এ/জেসি

এই বিভাগের আরো খবর