পূজা মন্ডপে পরিদর্শনে আসেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২, ০৭:৫১ পিএম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পঞ্চমীঘাট পোদ্দার বাড়ি পূজা মন্ডপ পরিদর্শন আসেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার।
মঙ্গলবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৭টায় দিকে স্ব-পরিবারে পঞ্চমীঘাট পোদ্দার বাড়ি পূজা মন্ডপে আসেন। সে সময় পানামা গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক বাবু অমল পোদ্দার (সি আই পি) তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন পিবিআই এস পি মনিরুল ইসলাম, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া।
সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার, প্রদ্রীপ পোদ্দার, বাদল পোদ্দার, বিমল পোদ্দার, সু কুমার সাহা, রনি কুমার পোদ্দার বাপ্পি, ওবাদুল্লাহ বাদল,সহ গণমাধ্যম ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। এন.এইচ/জেসি