সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

প্রশাসনের নাকের ডগায় সাইকেলে চড়ে কানা সোহাগের মাদক বিক্রি

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২  

 নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডস্থ মাহমুদ নগর সুপারীবাগান এলাকাটিতে চিহিৃত ফেন্সী সম্রাট কানা সোহাগ অবাধে প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রি করলেও কোন প্রতিকার করতে পারছে স্থানীয় প্রশাসন। এলাকাবাসীর একাধিকবার অভিযোগেও ধরা পড়ছেনা চিহিৃত মাদক ব্যবসায়ী কানা সোহাগ। ফলে এলাকার উঠতি যুবকরা মাদকের কড়ালঘ্রাসে ক্রমেই নিমজ্জিত হচ্ছে।   সুত্রমতে,মদনগঞ্জফাঁড়ী থেকে ১’শ দূরে এই মাহমুদ নগরের মাদক স্পটটি। এই স্পটটি পরিচালনা কওে স্থানীয় চিহিৃত ব্যবসায়ী কানা সোহাগ।

 

প্রশাসনের নাকের ডগায় মাহমুদ নগর কবরস্থান ও সুপারীবাগান স্পটটিতে দেদারসে মাদক বিক্রি করছে এই মাদক ব্যবসায়ী কানা সোহাগ। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে আগত মাদকসেবীরা এই স্থান থেকেই অনায়াসে ফেন্সিডিল ও ইয়াবা ক্রয় করে থাকেন। আর মাহমুদ নগর এলাকার মাদক ডিলার কানা সোহাগের নেতৃত্বে রয়েছে দুটি মাদক বহনকারী সাইকেল। সাইকেলে চড়ে ফেন্সিডিল ডেলিভারী দিয়ে থাকে দুজন বিক্রেতা। এদের নাম রনি ও জনি। প্রতি বোতল ফেন্সিডিলের মূল্য ২হাজার ৫’শ টাকা।

 

মুলত ফেন্সিডিল বিক্রিটাই বেশি হয় এই এলাকায়। প্রশাসনের নাকের ডগায় এই অবৈধ ব্যবসা চললেও যেন কোন তৎপরতা নেই পুলিশ প্রশাসনের এমন কথা এখন সাধারন মানুষের মূখে মূখে। এ ব্যাপারে মাহমুদ নগরের নাম প্রকাশ না করার শর্তে এক ব্যাক্তি জানান,মাহমুদ নগর এলাকাটি পূর্ব থেকে মাদক ব্যবসায়ীর কারনে বদনাম ছিল। বর্তমানে এই এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী কানা সোহাগের নেতৃত্বে অবাধে চলছে মাদক ব্যবসা। পুলিশ যেন জেনেও না জানার ভান করে বেরাচ্ছে। মদনগঞ্জফাঁড়ীর অতিসন্নিকটে এই মাদক স্পটটি।

 

একাধিকবার অভিযোগ করেও কানা সোহাগকে গ্রেফতার করছেনা পুলিশ। তবে এতে এটাই প্রতিয়মান হয় এই মাদক স্পটটিতে মাসোহারা পাওয়ার কারনে মাদক ব্যবসায়ী কানা সোহাগকে ধরছেনা স্থানীয় প্রশাসন। আমরা এই চিহিৃত মাদক ব্যবসায়ী কানা সোহাগকে দ্রুত গ্রেফতার করতে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁঁড়ী পুলিশের ইন্সপেক্টর সাইবুর মিয়ার সাথে মোবাইলে আলাপ করার চেষ্টা করলে তিনি ফোনটি ধরেননি।

এই বিভাগের আরো খবর