শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

প্লাজমা ডোনেট করতে চায় কণিকা কাপুর

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০  

বিনোদন ডেস্ক: আপাতত সুস্থ রয়েছেন কণিকা। কয়েকদিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলিউডের গায়িকা কণিকা কাপুর।  হাসপাতাল থেকে বাড়ি ফিরে ২১ দিনের কোয়ারেন্টাইন পর্বও কাটানো হয়েছে। 


জানা গেছে তিনি তার নিজ বাড়িতে লখনউয়ে আছেন। প্লাজমা ডোনেট করতে চান কণিকা কাপুর।  ডাক্তারদের অনুমতি পাওয়া গেলে ২৮ কিংবা ২৯ এপ্রিল হয়তো কিং জর্জ মেডিক্যাল কলেজেই প্লাজমা দান করবেন বলিউডের এই গায়িকা। সব ঠিক থাকলে এবং ডাক্তাররা অনুমতি দিলে তবেই প্লাজমা ডোনেট করতে পারবেন কণিকা কাপুর।


গত ২০ মার্চ করোনায় আক্রান্ত হন কণিকা কাপুর। বলিউডে তিনিই ছিলেন প্রথম  করোনাভাইরাস আক্রান্ত। ১০ মার্চ লন্ডন থেকে মুম্বই ফেরেন কণিকা। ১১ তারিখ আসেন লখনউয়ে। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল বিদেশ থেকে ফেরার পর বিমাবন্দর থেকে স্ক্রিনিংয়ের পর তাঁকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হলেও সেই পরামর্শ মানেননি কণিকা।


এরপর কিছুদিন পর উপসর্গ দেখা দেয় কণিকার। সর্দি-কাশি-জ্বর হওয়ায় দ্রুত টেস্ট করান তিনি। রিপোর্ট আসে কোভিড পজিটিভ। হাসপাতালে ভর্তি হন গায়িকা। পরপর তিনটি টেস্টের রিপোর্ট নেগেটিভ আসার পর তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। প্রায় ২ সপ্তাহ হাসপাতালে থাকার পর বাড়ি আসেন তিনি।
 

এই বিভাগের আরো খবর