রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ফটো জার্নালিস্টস এসোসিয়েশন না’গঞ্জ শাখার নতুন ভবন উদ্বোধন

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১  

বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এই ভবন উদ্বোধন করেন বিকেএমইএ এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। নারায়ণগঞ্জ জেলা ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি হাজী হাবিবুর রহমান শ্যামলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক কাজল হাজরা, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক আমির হোসাইন স্মিথ, কেন্দ্রীয় ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি সাবেক সভাপতি শফিউদ্দিন আহম্মেদ বিটু, জেলা ফটো সাংবাদিক এসোসিয়েশনের সাবেক সভাপতি তাপস সাহা, মাহমুদ হাসান কচি।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ¦ সৈয়দ দীল মোহাম্মদ দীলু, জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, দৈনিক মানবজমিন স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক রহিম, ফতুল্লা মডেল প্রেসক্লাবে সভাপতি আনিসুজ্জামান অনু, কেন্দ্রীয় ফটো র্জানালিষ্টস এসোসিয়েশনের সদস্য মোহাম্মদ ইব্রাহিম, সাজ্জাদ নয়ন, দৈনিক অগ্রবানী পত্রিকার সম্পাদক স্বপন চৌধুরী, দৈনিক উজ্জীবিত বাংলাদশ পত্রিকার সম্পাদক কবির হোসেন, জেলা ফটো জার্নালিষ্টস এসোসিয়েশনের সহ-সভাপতি পাপ্পু ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজীব, অর্থ সম্পাদক কাজী আলমাছ, প্রচার সম্পাদক শহীদ হোসেন, ক্রীড়া সম্পাদ্ক সোহেল রানা, কার্যকরি সদস্য আরিফ জয়, আমির হোসেন, মোক্তার হোসেন, সাধারণ সদস্য বিশাল আহম্মেদ, কাইয়ূম খান, এনামুল হক সিদ্দিকী, হাসান উল রাজিব প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিকেএমইএ এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, অপ-সাংবাদিকতা দূর করতে আমাদের সাংবাদিক নেতাদের ও পেশাদার প্রকৃত সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। সাংবাদিকদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক যা সব সময় থাকবে। মেয়র আইভী এই ভবনের যায়গা দিয়ে উদার মনের পরিচয় দিয়েছেন আবার আমাদের বটগাছ যাকে আমরা বলি সেই সংসদ সদস্য একেএম সেলিম ওসমানও আমাদের কল্যানে এগিয়ে আসেন সব সময়। সমাজের উন্নয়নে সঠিক তথ্য তুলে ধরে সাংবাদিকরা আমাদের সহায়তা করবে বলেই আমি বিশ্বাস করি। অনুষ্ঠানে বক্তব্যে সকল সাংবাদিকদের পক্ষে ডিজিটাল নিরাপত্তা আইনের বাতিল দাবি করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।

এই বিভাগের আরো খবর