বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪   পৌষ ১১ ১৪৩১

ফতুল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৩  

 

ফতুল্লায় মাদক ব্যবসায়িরা কুপিয়ে রক্তাক্ত জখম করেছে রাব্বি (৩০) নামের এক যুবককে। ঘটনাটি ঘটেছে রোববার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুরস্থ বোরহান হাজীর ইট খোলায়। আহত যুবক রাব্বি ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুর সাহার সিটির রব ড্রাইভারের পুত্র।

 

জানা যায়, ফতুল্লার আলীগঞ্জের শীর্ষ স্থানীয় মাদক ব্যবসায়ী শান্ত, দাপা বেপারী পাড়ার জয় সহ ৪-৫ জন দেশীয় তৈরী ধারালো অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে রাত সাড়ে আটটার দিকে দাপা ইদ্রাকপুরস্থ বোরহান হাজীর ইট খোলার পেছনে খালি জায়গায় দাঁড়িয়ে থাকা রাব্বির উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। হামলাকারীদের কবল থেকে রক্ষা পেতে রাব্বি ডাক-চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

 

পরে তাকে উদ্ধার করে প্রথমে শহরের জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করে কর্তব্যরত চিকিৎসক। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া জানান, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান। এস.এ/জেসি

এই বিভাগের আরো খবর