বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

ফিলিস্তিনের ভূখন্ডে ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ২০ মে ২০২১  

ফিলিস্তিনের ভূখন্ডে ইসরাইলের বর্বরোচিত হামলার বিরুদ্ধে মুসলিম বিশ্ব, জাতিসংঘ, আরব লীগ এবং ওআইসিকে অবিলম্বে জরুরী বৈঠকে বসে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেন সামাজিক সংগঠন ড্রিম বয়েস ক্লাব। বৃহস্পতিবার (২০ মে) বিকেলে নগরীর চাষাড়ার প্রেস ক্লাবের সামনে ড্রিম বয়েস ক্লাব এর সভাপতি নাঈম সানির সভাপতিত্বে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

 

সভায় বক্তারা বলেন, মসজিদুল আকসাসহ ফিলিস্তিনি ভূখন্ডে একের পর এক হামলা করে ইসরায়েল মুসলিমদের বিরুদ্ধে ক্রুসেড ঘোষণা করেছে। বিশ্বের মোড়ল দেশগুলোর ইন্ধন ও প্রশ্রয়ে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েল। রোজার মাসে ইফতারের সময় এমনকি ঈদুল ফিতরের দিনেও মসজিদুল আকসায় নামাজরত মুসল্লিদের ওপর বর্বর হামলা চালিয়ে শত শত নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের শহীদ করছে। মুসলমানদের ওপর এমন উদ্ধত আচরণ মেনে নেয়া যায় না।

 

বক্তারা আরও বলেন, বিশ্ব যখন করোনা মহামারিতে বিপর্যস্ত ঠিক তখনই ইসরাইল ফিলিস্তিনিদের ওপর একের পর এক বর্বর হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় ফিলিস্তিনে আজ মানবিক বিপর্যয় নেমে আসছে। তাদের হামলা থেকে গণমাধ্যম, ধর্মীয় উপাসনালয়, নারী , শিশু ও বৃদ্ধ কেউই রক্ষা পাচ্ছে না। এটা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ।


এসময় বিক্ষোভে আরো উপস্থিত ছিলেন, ড্রিম বয়েস ক্লাব এর সহ-সভাপতি এসকে সজিব, সাধারণ সম্পাদক সাদরিল হাসান মুন্না, যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক তানজিমুল ইসলাম ও সদস্য জোবায়ের রাজা প্রমুখ।   


 
 

এই বিভাগের আরো খবর