রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ফুটপাত দখল করে চলছে ইফতার ব্যবসা

হাসিবা নিঝুম

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩  


রমজান মাসের অন্যতম অনুষঙ্গ হচ্ছে ইফতার। পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ফুটপাতে মুখোরচক বাহারি ইফতার বিক্রি করা হয়। বছরের অন্য সময়  যেসব খাবার খুব কম খাওয়া হয়, সেসব খাবারের চাহিদা বেড়ে যায়। চাহিদা বিবেচনায় রমজান মাস জুড়ে রাস্তার পাশে ফুটপাতে ইফতারি অস্থায়ী দোকান বসিয়েছেন ব্যবসায়ীরা।

 

 

এসব দোকানে ইফতারি কিনতে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। এই ইফতার বিক্রিতে নগরীর ফুটপাত দখল করে বসে আছে হোটেল ও রেস্তোরাগুলো। রমজান মাসের এ চিত্র যেন সারাদেশের। তবে নারায়ণগঞ্জ ও এর ব্যাতিক্রম নয়। মৌসুমি ইফতার ব্যাসায়ীদের পাশাপাশি জেলা শহরের অভিজাত রেস্তোরাগুলোর বাইরে ফুটপাত দখল করে ইফতারের রকমারি খাবার সাজানো হয়েছে। ফুটপাত জনগনের চলার উপযোগী হলেও এটি এখন হোটেল রেস্তোরা দখলে।

 

 

সরেজমিনে দেখা গেছে নগরীর প্রানকেন্দ্র বঙ্গবন্ধু সড়কের পাশে রেস্টুরেন্ট গুলোতে সবসময় অভিজাত এই খাবারের দোকানগুলোতে সব সময়ই এমনতেই প্রচুর ভিড় থাকে ক্রেতাদের। রোজার মাসে তা আরো বোড় যায়। ইফতার কিনতে আসা মানুষের চাহিদা পূরন করতে দোকান কর্তৃপক্ষ দোকানের সামনের ফুটপাতে টেবিল বসিয়ে নানা প্রকার মুখোরচক খাবার সাজিয়ে বসেন। আর বিকেল হতে না হতেই ইফতার কিনতে শহরের অভিজাত শ্রেনির লোকজন হুমড়ি খেয়ে পড়েন।

 

 

ফলে শহরের ফুটপাত পথচারির চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ বিষয়ে একজন পথচারি জানান, প্রতিদিন অফিস থেকে আসার সময় যাতায়াতের জন্য এ রাস্তা ব্যবহার করেন তিনি। বিকেলে যখন বাসায় যান ফুটপাতে ইফতারের বেচাকেনা চলে এমন অবস্থায় রাস্তাদিয়ে হাঁটা মুশকিল হয়ে পড়ে তাই বাধ্য হয়ে ফুটপাত থেকে নেমে রাস্তা দিয়ে চলাচল করে বলে জানান তিনি।

 

 

এ ব্যাপারে ফঅতেমা যুগের চিন্তাকে জানায়, বিকেলে এ রাস্তা দিয়ে চলাচল করা যায় না। ফুটপাতে ইফতার কেনার জন্য মানুষ ভিড় করে দারিয়ে খাকে আবার রাস্তা দিয়ে চলাচল করতে নিলে দেখা যায় পুরো রাস্তা রিক্সা গাড়ি দিয়ে যানযট হয়ে থাকে তাই কি আর করার ফুটপাতে মানুষের ভিড় ঠেলে যাতায়াত করতে হয়।  এন.হুসেইন/জেসি

এই বিভাগের আরো খবর