রোববার   ২২ ডিসেম্বর ২০২৪   পৌষ ৮ ১৪৩১

বন্দরে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড

যুগের চিন্তা রিপোর্ট :

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৪  

বন্দরে অনু এন্টারপ্রাইজ নামক একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া না গেলেও গোডাউনসহ মালামাল পুড়ে গিয়ে কমপক্ষে ৭ লাখ টাকা ক্ষতিসাধন হওয়ার খবর  পাওয়া গেছে। গোডাউনটি জামাল সোপ কোম্পানীর অহিদ ও মারুফের মালিকানাধীন অনু এন্টারপ্রাইজের।১৭ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের নবীগঞ্জ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

 

খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট, হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ১ টি ইউনিটসহ মোট ৩ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় দুপুর ১টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে  দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তাৎক্ষণিক ভাবে অগ্নিকান্ডের কারন জানা যায়নি।  আমাদের তদন্ত অব্যহত রয়েছে। 

এই বিভাগের আরো খবর