রোববার   ২২ ডিসেম্বর ২০২৪   পৌষ ৮ ১৪৩১

বন্দর গার্লস স্কুল এন্ড কলেজে নবীণ বরণ ও পুরস্কার বিতরণ

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৪  


বন্দরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের নবীণ বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় প্রতিষ্ঠানের আঙ্গিনায় এই আয়োজন করা হয়।

 

বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলার নির্বাহী অফিসার এমএ মুহাইমিন আল জিহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল কাইযুম খান।

 


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসারফ হোসেন খান, কলেজ শাখার অভিভাবক সদস্য কাজী জহিরুল ইসলাম ও জাহিদ হাসান, স্কুল শাখার অভিভাবক সদস্য কাজী মো. সাইদুর রহমান ও কাজী মিরাজ খালেদ রাসেল, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য সিমু সবনম, কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি সদস্য এম.এম. রফিকুল ইসলাম, স্কুল শাখার শিক্ষক প্রতিনিধি সদস্য মোহাম্মদ ইউনুছ মিঞা। আয়োজনে পুরস্কার বিতরণের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।       এন. হুসেইন রনী  /জেসি

এই বিভাগের আরো খবর