শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১

বাফার ১ম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২২  

 

বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস (বাফা) এর আয়োজনে আজ শুক্রবার বিকাল পাঁচটায় বাফা,আমলাপাড়া, নারায়ণগঞ্জ শাখার প্রথম ব্যাচের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান আলী আহম্মদ চুনকা নগর মিলনায়তন ও পাঠাগারের পঞ্চম তলায় অনুষ্ঠিত হয়েছে।

 

 

বাফার সভাপতি মো. হাসানুর রহমান বাচ্চুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী লিলি ইসলাম।

 

 

তিনি তার বক্তব্যে লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চা করতে সবাইকে অনুরোধ করেন। অনুষ্ঠানে বাফার শিক্ষার্থীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে। এছাড়া আমন্ত্রিত দল হিসেবে চন্দ্রবিন্দু অংশগ্রহণ করে। এন.এইচ/জেসি