শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

বাস ভাড়া কমানোর দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে গণসংযোগ

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪  

ঢাকা-নারায়ণগঞ্জ বাস ভাড়া ৪৫ টাকা, নারায়ণগঞ্জ থেকে সিএনজি চালিত সকল বাসের ভাড়া যৌক্তিক ভাবে কমানো, ছাত্রদের অর্ধেক ভাড়া কার্যকর এবং এসি বাস ভাড়া বিআরটিসি ৬০ টাকা ও বেসরকারী ৬৫ টাকা করার দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে গণসংযোগ করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।  

 

 

গতকাল বুধবার ৩০ অক্টোবর সকালে সরকারী তোলারাম কলেজ ও বিশ^বিদ্যালয় এবং নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজে গণসংযোগ করা হয়।  ছাত্র ও শিক্ষকদের মাঝে কর্মসূচি পালনের সময় লিফলেট বিতরণ করা হয় এবং দাবি আদায়ের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের আহবান জানানো হয়।

 

 

সে সময় ক্লাসে ক্লাসে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম ও সাইদুর রহমান।  কর্মসূচিতে অংশ নেন শাহিন মৃধা, মুন্নি আক্তার প্রত্যাশা, মাহমুদুল হক, মারিয়া আক্তার, আখি আক্তার, রাইসা ইসলাম, মাসুম বিল্লাহ ফারাবি, মো. আজিজুল হাকিম আরিয়ান, দিহান, সিয়াম হোসেন তপু, ফাহিম হোসেন, শান্তনু দাস, রকিবুল ইসলাম, শিপন চৌধুরী, আফিয়া আক্তার, তিশা আক্তার, মিম আক্তার, মো. জিহান প্রমুখ।

 



বক্তারা বলেন, ১৫ নভেম্বরের মধ্যে দাবি মানা না হলে ১৭ নভেম্বর রবিবার নারায়ণগঞ্জ শহরে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস সর্বাত্মক হরতাল পালিত হবে। গণসংযোগে শিক্ষক ও ছাত্রবৃন্দ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন।

এই বিভাগের আরো খবর