শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বিজিপির নোংরা রাজনীতি শিকার নুসরাত

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২০  

বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের সাংসদ নুসরাত জাহান। করোনাভাইরাসকালে নিজ অবস্থান থেকে নানারকম উদ্যোগ নিচ্ছেন তিনি। তার বাবা করোনায় আক্রান্ত হয়েছে। সেই সাথে তার মা ও বোন কোয়ারেন্টাইনে রয়েছেন। এমন অবস্থায় বিরোধী দলের তোপের শিকার হয়েছে নুসরাত জাহান। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।


প্রকাশিত এ প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি পশ্চিমবঙ্গ বিজিপির ফেসবুক পেজ থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় এক বৃদ্ধ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে করোনাভাইরাসের এই মহামারি সময় বাঁচার আকুতি জানান। খাদ্য অভাবে আর সহ্য করতে পারছে না বলে জানান বৃদ্ধ। পাশাপাশি একই আবেদন জানান বসিরহাটের তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহানকেও। সেই বৃদ্ধর ভিডিও শেয়ার করে বিজিপির পক্ষ থেকে প্রশ্ন করা হয়- শুনতে পাচ্ছেন কি মানুষের কান্না? তৃণমূল রেশন লুট বন্ধ করুন।


ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অন্তর্জালে শোরগোল বাঁধে। এতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেমন সমালোচিত হয়, তেমনি সমালোচনার মুখে পড়েন নুসরাত জাহান। এরপর পুলিশ রহস্য ভেদ করতে মাঠে নামে। পুলিশ জানতে পারে এটি পরিকল্পিতভাবে তৈরি করা ভিডিও। ওই বৃদ্ধ পেশায় যাত্রাশিল্পী। তাকে এভাবে অভিনয়ের কথা বলা হয়েছিল।


ওই বৃদ্ধ পুলিশকে বলেন, ‘আমার নাম মোবারক মণ্ডল। আমার বাড়ি বেগমপুরে। আমি সরকারি রেশন পাই। আমার কোনো অভিযোগ নাই। আমি আগে যাত্রা করতাম। পাড়ার কয়েকটি ছেলে বলেছিল, কাকা লকডাউনের মধ্যে খেতে পাচ্ছো না এমন একটা অভিনয় করে দেখাও তো! তো আমি দেখালাম। সেটাই বোধহয় ওরা পোস্ট করেছিল।’


এ প্রসঙ্গে নুসরাত জাহান বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে আগামী ৬ মাস কার্ডধারী এবং কার্ড ছাড়া যারা আছেন তাদেরকে বিনামূল্যে খাবার সরবরাহ করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এ ধরনের ভুয়া ভিডিও ছড়ানো বন্ধ করুন। এখন সবার একসঙ্গে লড়াই করার সময়।
 

এই বিভাগের আরো খবর