শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

বিশ্বব্যাপী মৃত্যু দেড় লাখ ছাড়িয়েছে, আক্রান্ত প্রায় ২২ লাখ

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২০  

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে (কোভিড-১৯) বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। এক সপ্তাহের ব্যবধানে মৃত্যু বাড়লো আরও ৫০ হাজার। এখন পর্যন্ত প্রায় ২২ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে যুক্তরাষ্ট্র। এরপরই আছে ইতালি, স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য।


ওয়ার্ল্ডওমিটার ওয়েবসাইটের সর্বশেষ (শনিবার সকাল সোয়া ৮টা) তথ্যানুসারে, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২২ লাখ ৫০ হাজার ৪০৫ জন। মারা গেছে ১ লাখ ৫৪ হাজার ২৪৫ জন। অবস্থা আশঙ্কাজনক ৫৬ হাজার ৯৬৩ জনের। আর সুস্থ হয়েছেন ৫ লাখ ৭১ হাজার ৫৭৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮৬ হাজার ৪৯৭ জন। মারা গেছে ৮ হাজার ৬৭২ জন।


এসব প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ভাইরাসটিতে সব থেকে বেশি ভুগছে যুক্তরাষ্ট্র। দেশটিতে  আক্রান্তের সংখ্যা প্রায় ৭ লাখ মানুষ, মৃত্যুর সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে শুরু নিউইয়র্কেই মারা গেছেন ১৭ হাজারের বেশি। আর গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন আড়াই হাজারের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৯ হাজারের বেশি মানুষ।


এছাড়া করোনায় ইতালিতে ২২ হাজার ৭৪৫, স্পেনে ১৯ হাজার ৬১৩, ফ্রান্সে ১৮ হাজার ৮৬১, যুক্তরাজ্যে ১৪ হাজার ৫৭৬, বেলজিয়ামে ৫ হাজার ১৬৩, ইরানে ৪ হাজার ৯৫৮, চীনে ৪ হাজার ৬৩২ (সংশোধীন), জার্মানিতে ৪ হাজার ১৯৩ ও নেদারল্যান্ডসে ৩ হাজার ৪৫৯ জন মারা গেছেন।


এরপরই আছে ইউরোপের দেশ স্পেন। সেখানে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ৯৪৮ জন। ইতালিতে এ সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৯১১। জার্মানিতে ১ লাখ ৩৮ হাজার ২২১, ফ্রান্সে ১ লাখ ৬৫ হাজার ২৭ এবং যুক্তরাজ্যে ১ লাখ ৩ হাজার ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে।


অন্যান্য দেশের মধ্যে চীনে ৮২ হাজার ৬৯২ জন, ইরানে ৭৯ হাজার ৪৯৪ জন, তুরস্কে ৭৪ হাজার ১৯৩ জন, বেলজিয়ামে ৩৬ হাজার ১৩৮ জন, কানাডায় ৩০ হাজার ১০৬ জন এবং সুইজারল্যান্ডে ২৬ হাজার ৭৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। 


২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে শুরু হয়ে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কভিড-১৯। বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশে করোনা মহামারি আকার ধারণ করতে পারে বলে গভীর উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
 

এই বিভাগের আরো খবর