শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বিশ্বযুদ্ধ জয়ের দিবস সীমিত করলো রাশিয়া

প্রকাশিত: ১০ মে ২০২০  

ছবি: সংগৃহিত

ছবি: সংগৃহিত

যুগের চিন্তা ডেস্ক: দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের ৭৫ বছরের মাথায় এবার দিবসটির আয়োজন বা বিজয়োৎসব সীমিত করেছে মস্কো। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এমনকি এবার দিবসটিতে কোনও বিজয় র‌্যালিরও আয়োজন করা হয়নি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।


বিজয় র‌্যালির কর্মসূচি বাতিল করা হলেও সীমিত আকারে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। ক্রেমলিনের দেয়ালের বাইরে যুদ্ধের স্মারকে পুষ্পস্তবক অর্পণ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তিনি যুদ্ধের সময় সোভিয়েত বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত ভাষণ দেন।


১৯৪৫ সালের ৯ মে জার্মানিকে হারিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী হয় রাশিয়া। প্রতি বছর বেশ জাঁকজমকপূর্ণভাবে দেশটিতে এই দিবসটি পালন করা হয়। তবে দেশজুড়ে উল্লেখযোগ্য কোনও জমায়েত না হলেও অনেকে সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত নানা পোস্ট শেয়ার করেছেন।
 

এই বিভাগের আরো খবর