সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

বিসিক শাহী মসজিদ মোড়ে ভোগান্তি চরমে

আবু সুফিয়ান

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২  

 

# শ্রমিক অধ্যুষিত এই এলাকা নানা সমস্যায় জর্জরিত

 

বিভিন্ন কারনে সৃষ্ট রাজপথের যানজট নারায়ণগঞ্জবাসীর নিত্যদিনের সঙ্গী। তবে রাস্তার পাশে ফুটপাত দখল ও অবৈধ গাড়ি পার্কিংয়ে এ দুঃসহ যানজট যেন দিন দিন বেড়েই চলছে। কর্তৃপক্ষের বার বার হুশিয়ারি বা অনুরোধ সত্ত্বেও কিছুতেই কমছে না অবৈধ গাড়ি পার্কিং। ফলে যানজট আরো তীব্র হচ্ছে। নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল বিসিক শাহী মসজিদ মোড় থেকে মুসলিমনগর, বক্তাবলী যাওয়ার এই ব্যস্ত সড়কটির দুই পাশ দখল এবং প্রতিদিন শাহী মসজিদ মোড়ে ক্রোনী গ্রুপের গাড়ি দিনভর পার্ক করে রাখা হয়। ফলে এই এলাকার যাতায়াতকারীদের প্রতিনিয়তই পড়তে হয় যানজটে। বিশেষ করে সকালে, দুপুরে এবং সন্ধ্যার পর এই অবস্থা বিরাজ করে।

 

বিসিকের গার্মেন্টস কর্মীরা যখন সকালে অফিসে যায় তখন এই ভোগান্তির শুরু হয়। তারপর দুপুরে খাবারের সময় বাঁধে আরেক দফা জট। আর বিকেল পাঁচটার পর যখন গার্মেন্টসগুলো ছুটি হওয়া শুরু করে তখন থেকে মধ্যরাত অবধি লেগেই থাকে ভোগান্তি। নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল বিসিকের শাহী মসজিদ সংলগ্ন মোড়ে সড়ক দখল এবং অবৈধভাবে যাত্রী ওঠা নামার কারনে চরম ভোগান্তিতে এখানকার পথচারী। যার কারনে মূল্যবান সময় এবং শ্রম নষ্ট হচ্ছে এখানকার সাধারন মানুষের। বিশেষ করে শাসনগাও, মুসলিমনগর, নয়াবাজার, নবীনগর, এতিখানা ও বক্তাবলী এলাকা থেকে আসা গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক কর্মচারীদের ক্ষতি হচ্ছে সব থেকে বেশি।

 

মুসলিমনগর থেকে পায়ে হেঁটে আসা গার্মেন্টস শ্রমিক শাহিদা আক্তার বলেন, বিসিকের বেশির ভাগ শ্রমিক মুসলিমনগর বা এর আশেপাশের এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। আসলে কম দামের বাসায় ভাড়া থাকার জন্যই গার্মেন্টস শ্রমিকরা এসব এলাকায় থাকেন। যার কারনে সকল শ্রমিক যখন এক সাথে আসা যাওয়া করে তখন রাস্তায় আর তিল পরিমান জায়গা থাকে না। আর ঐ সময় বিপরীত দিক দিয়ে আসা মোটেই সম্ভব না। আমাদের চরম ভোগান্তির স্বীকার হতে হয় শাহী মসজিদ মোড়ে এসে। এখানে ক্রোনী গ্রুপের বিভিন্ন গাড়ি রাখার কারনে এবং অটো রিক্সার যাত্রী ওঠা নামার জন্য রাস্ত বন্ধ হয়ে ভোগান্তির সৃষ্টি হয়। আর আমাদের সময় নষ্ট হয়।

 

তিনি বলেন, দশ মিনিটের রাস্তার জন্য আমাকে আধা ঘন্টা সময় হাতে নিয়ে আসতে হয়। আর একটি কারন তিনি বলেন, এই দিকের রাস্তাটি অনেক সরু। তার উপর রাস্তার দুই দিক দখল করে বিভিন্ন হকাররা ব্যাবসা করছে। যার কারনে আমাদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হতে হয়। এছাড়া আমাদের অফিসে যখন দুপুরের খাবারের সময় হয় তখন আমাদের বেশি বিড়ম্বনার পরতে হয়। কারন আমাদের দুপুরের খাবারের সময় এক ঘন্টা। এই সময়ে বাসায় গিয়ে খাবার খেয়ে আসতে হয়। শাহী মসজিদ মোড়ের জটলার কারনে রাস্তায় আমাদের আটকে থাকতে হয়। আর আমরা বাসায় বিশ্রামের সময় পাইনা।

 

আর একজন গার্মেন্টস শ্রমিক মানিক মিয়া জানান, বিসিকের বেশির ভাগ শ্রমিক মুসলিমনগর, নয়াবাজার এলাকার দিকে থাকেন। শ্রমিকদের সংখ্যা বেশি হওয়ার কারনে এমনিতেই আমরা রাস্তায় আটকা পরে থাকি। আর শাহী মসজিদ মোড়ের জ্যামের কারনে আমাদের ভোগান্তি চরমে। আমাদের প্রচুর সময় নষ্ট হচ্ছে। তিনি আরোও জানান, এখানে ক্রোনী গ্রুপের বিভিন্ন গাড়ি পার্কিং করে রাখা হয়। যার কারনে এখানকার রাস্তাটি সরু হয়ে গেছে। তাছাড়া রাস্তার দুই পাশের অবৈধ দোকানের কারনেও এই রাস্তাটি সরু হয়ে গেছে। এই ভোগান্তি আরোও বেড়েছে রিক্সা ও অটোরিক্সার যাত্রী ওঠা নামানোর কারনে। বিসিকের আরেকজন শ্রমিক সুলাইমান জানান, রাস্তার ভোগান্তির কারনে দুপুরের খাবার সকালেই সাথে করে নিয়ে আসি।

 

তিনি বলেন, এতো কষ্ট করে দুপুরে খাওয়ার জন্য বাসায় যাওয়ার থেকে না যাওয়াই ভালো। স্কুল শিক্ষার্থী রাশফি আক্তার বলেন, স্কুলে যাওয়ার সময় প্রতিদিন সকালে শাহী মসজিদ মোড়ের রাস্তায় আটকে যাই। গার্মেন্টস শ্রমিকদের ভিড়, যানজট আর ভালো লাগে না। তিনি বলেন, অবৈধ ভাবে রাস্তা দখলের কারনেই এমনটা হচ্ছে। ক্রোনী গ্রুপের প্রতিষ্ঠান অবন্তি কালার টেক্স লিমিটেডের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, কারখানার সামনের নিজস্ব জায়গায় তারা গাড়ি রাখেন। কিন্তু তারা অবৈধ ভাবে গাড়ি পার্কিং এর বিষয়টি অস্বীকার করে। তারা জানান, তাদের গাড়ি পার্কিং এর জন্য কারো কোনো সমস্যা হচ্ছে না। এ দিকে শাহী মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে কথা হলে তারা বলেন, মসজিদের সামনে কারখানার কর্তৃপক্ষ মাঝে মাঝে গাড়ি রাখে। এটার জন্য কারখানার সাথে আমাদের মসজিদ কর্তৃপক্ষের চুক্তি আছে। তারা জানান, মসজিদের সামনের জায়গাটি মসজিদের নিজস্ব সম্পত্তি।

এস.এ/জেসি

এই বিভাগের আরো খবর