শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১

বিস্ফোরক আইনে রূপগঞ্জের জাসাস নেতা সাত্তার গ্রেপ্তার

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩  

 

নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে জালাও পোড়াও বিস্ফোরক মামলায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাস নেতা আব্দুস সাত্তারকে গ্রপ্তার করে জেলা ডিবি পুলিশ। গতকাল সোমবার বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে প্রেরণ করলে তাকে কারাগারে প্রেরন করা হয়। এর আগে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ২৩ অক্টোবর দিবাগত রাতে ২০২২ সনের রুপগঞ্জ মডেল থানা ৭২/১১/২২ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

 

মামলা সূত্রে জান যায়, রূপগঞ্জ উপজেলা বিএনপি নেতা আব্দুস সাত্তার ২০২২ সনের ২৭ নভেম্বর মামলার বাদী ছাত্রলীগ নেতা আশাদুলের উপর হামলা চালায়। একই সাথে তাকে ঘটনা স্থলে ককটেল বিস্ফোরক করে চলে আসামী চলে যায় বলে অভিযোগে বলা হয়। পরবর্তিতে পুলিশ খবর পাইলে ঘটনা স্থলে এসে বাদীকে উদ্ধার করে। এই মামলায় আসামী আব্দুস সাত্তার বিস্ফোরকদ্রব্য বিস্ফোরন ঘটাইয়া আতঙ্ক সৃষ্টি করে বলে উল্লেখ্য করা হয়।

 

তবে ভুক্তভোগি পরিবারের দাবী আসামী এই ঘটনার সাথে জড়িত নন। তাকে বাসা থেকে তুলে নিয়ে আসামী করা হয়। তাই তারা ন্যায় বিচারের প্রার্থনা করেন। এস.এ/জেসি

এই বিভাগের আরো খবর