বুধবার   ১৮ ডিসেম্বর ২০২৪   পৌষ ৪ ১৪৩১

বিয়ে করেছেন মডেল ও অভিনেতা নীলয় আলমগীর

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ১১ আগস্ট ২০২১  

বর্তমান কালের জনপ্রিয় মডেল ও অভিনেতা নীলয় আলমগীর বিয়ে করেছেন। গত ৭ জুলাই তার নিজ বাসায় বিয়ের কাজ সম্পন্ন হয়। এ সময় দুই পরিবারের অল্প কয়েকজন মানুষ উপস্থিত ছিলেন। বুধবার (১১ আগষ্ট) বিকেলে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন নীলয় আলমগীর নিজেই।

 

নীলয়ের স্ত্রীর নাম তাসনোভা তাবাসসুম হৃদি। তিনি রাজধানীর হোম ইকোনমিক্স কলেজে পড়ালেখা করছেন। নীলয় বলেন, 'এক বছর আগে হৃদির সঙ্গে আমার ফেসবুকে পরিচয়। পরিচয় থেকে সম্পর্ক এবং অতঃপর পারিবারিকভাবে আমরা বিয়ে করেছি।' তিনি আরও বলেন, 'নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই। সবার ভালোবাসায় যেন একটা জনম একসঙ্গে চলতে পারি।'


উল্লেখ্য, নীলয় প্রথম বিয়ে করেছিলেন মডেল শখকে। কয়েক বছর সংসার করার পর তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।

এই বিভাগের আরো খবর