রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

বেড়েছে সবজির-বয়লার মুরগির এবং ডিমের দাম

নুরুন নাহার নিরু

প্রকাশিত: ৬ মে ২০২৩  


গতকাল (৫ই মে) নারায়ণগঞ্জের পাইকারি দিগুবাবুর বাজার ঘুরে দেখা যায় কিছু সবজির দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে আবার কিছু সবজি আগের দামেই বিক্রি হচ্ছে। এছাড়াও আমিষের চাহিদা পূরণের জন্য যেখানে স্বল্প আয়ের মানুষেরা বেছে নিয়ে ছিলো বয়লার মুরগি সেই বয়লার মুরগি বর্তমানে কিনতে হচ্ছে দুইশো টাকারও বেশি দিয়ে।

 


সবজির বাজার ঘুরে দেখা যায়, প্রতি পাল্লা (৫কেজি) আলু ১৬০ টাকা, পেয়াজের প্রতি পাল্লা (৫ কেজি) ২৮০ টাকা, ঢেড়সের প্রতি কেজি ৪০ টাকা, পটলের ও করলার কেজি ৫০ টাকা, টমেটোর প্রতি কেজি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে, মরিচের কেজি ৯০ থেকে ১০০ টাকা, বেগুনের প্রতি কেজি ৫০ টাকা, শশা ৬০ টাকা।

 


এবং এ ছাড়াও মুরগির বাজার ঘুরে দেখা যায়, বয়লার মুরগির ছাড়াও অন্যান্য মুরগির দাম আগের তুলনায় বেড়েছে। ১৯০ থেকে ২১০ টাকায় বিক্রি হতে দেখা যায় বয়লার। লাল লেয়ার বিক্রি হচ্ছে ৩৬০ থেকে ৩৭০ টাকা দরে।

 


অন্যদিকে মুরগির পাশাপাশি ডিমও বাড়তি দামে বিক্রি হচ্ছে। বয়লার মুরগির ১ হালি ডিমের দাম ৪৬ টাকা এবং হাসের মুরগি ১ হালি ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। মুরগির মাংসের পাশাপাশি বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। গত সপ্তাহে গরুর মাংস প্রতি কেজি ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হলেও এই সপ্তাহে বিক্রি হচ্ছে ৮৫০ টাকা দরে এবং খাসির মাংসের প্রতি কেজি ১ হাজার টাকা দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা।

 


এ বিষয়ে ঝর্ণা নামে এক ব্যাক্তি যুগের চিন্তাকে বলেন, শুধু সবজি না সবকিছুর দামই বেড়েছে। এরকম যদি বাড়তে থাকে তাহলে তো আমাদের সংসার চালাতে কষ্টকর। সংসারের খরচ চালিয়ে সঞ্চয় তো দূরের কথা এখন আর ছেলেমেয়েদের নিয়ে ভালো কিছু খেতেও বুঝে খরচ করতে হয়। এন.হুসেইন/জেসি

এই বিভাগের আরো খবর