বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪   পৌষ ১১ ১৪৩১

ব্যবসায়ীকে আটকে মুক্তিপণ আদায়, নারীসহ গ্রেফতার ৫

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৩  

 

নারায়ণগঞ্জে এক ওষুধ ব্যবসায়ীকে আটকে মুক্তিপণ আদায়ের অভিযোগে তিন নারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ফতুল্লা ওসমান আলী স্টেডিয়ামস্থ পলিটেকনিক স্কুলের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতাররা হলেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার চর ধলেশ্বরী এলাকার আকাশের মেয়ে মনিকা (১৮), সদর উপজেলার ফতুল্লা ওসমান আলী স্টেডিয়াম এলাকার ইউসুফ আলমের ছেলে ছগির হোসেন ওরফে রাজু (৩৭), মোঃ বাদশা মিয়ার ছেলে মোঃ মাসুদ (৩৫), সৈয়দ মজিদ আলীর মেয়ে রেহেনা (২৫) ও মরহুম কালু প্যাদার মেয়ে লাইলী (২৫)। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম নজরুল ইসলাম।

 

জানা গেছে, ‘বাবা গুরুতর অসুস্থ, এই মুহূর্তে বাসায় যাওয়া লাগবে’ এমন আকুতি মিনতি করে ওই ওষুধ ব্যবসায়ীকে ইজিবাইকে উঠানো হয়। কিছু দূর যাওয়ার পর ইজিবাইকে ওঠে আরো তিন-চারজন। একপর্যায়ে পেটের মধ্যে ছুরি ধরে ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয় এক বাড়িতে। সেখানে মারধর করে মুক্তিপণ আদায় করে। এমনকি মোবাইল ব্যাংকে থাকা টাকাও তুলে নেয় তারা। পরে ছেড়ে দেয়া হয় ওই ব্যবসায়ীকে। ফিরে রাস্তায় আসতেই দেখা হয় নিয়মিত টহল পুলিশের সাথে। এরপরই অভিযান চালিয়ে নারীসহ পাঁচজনকে আটক করে পুলিশ।

 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া জানান, ব্যবসায়ীকে অবৈধভাবে আটক রেখে চাঁদা আদায়ের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা একটি সঙ্ঘবদ্ধ অপরাধী-চক্র। ফেসবুকের মাধ্যমে ব্যবসায়ীর সাথে পরিচয়ের সূত্র ধরে বাসায় ডেকে নিয়ে যায়। সেখানে নির্যাতন করে তার কাছ থেকে নগদ ও বিকাশ থেকে অর্থ হাতিয়ে নেয়া হয়।

 

এ ঘটনায় ভূক্তভোগী ব্যবসায়ী নজরুল ইসলাম ফতুল্লা মডেল থানায় দ্রুত বিচার আইনে পাঁচজনকেসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে মামলা করেন। মামলা দায়েরের পর গ্রেফতারকৃত তিন নারী ও দুই যুবককে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি। এস.এ/জেসি

এই বিভাগের আরো খবর