রোববার   ২২ ডিসেম্বর ২০২৪   পৌষ ৮ ১৪৩১

ভট্টপুর স্কুলে জেলা পরিষদের সদস্য নাইম ইকবালের শীতবস্ত্র বিতরণ

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৪  


সোনারগাঁয়ের ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০জন শিক্ষার্থীদের মধ্যে স্কুলের ইউনিফর্মের সাথে সামঞ্জস্য রেখে লাল রংয়ের সোয়েটার প্রদান করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য জনাব আবু নাইম ইকবাল। 


বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে ৬০জন শিক্ষার্থীর মাঝে লাল রংয়ের সোয়েটার প্রদান করেছেন আবু নাইম ইকবাল।


এসময় নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য জনাব আবু নাইম ইকবাল বলেন, শীতের তীব্রতায় অস্বচ্ছাল শিক্ষার্থীরা শীতের পোশাকের অভাবে বিদ্যালয়ে আসতে সমস্যার সম্মুখীন হন। যার কারণে তাদের সমস্যার কথা মাথায় রেখে স্কুলের ইউনিফর্মের সাথে সামঞ্জস্য রেখে লাল রংয়ের সোয়েটার প্রদান করেছি। পাশাপাশি আমি সকল শিক্ষানুরাগীদের আন্তরিকভাবে অনুরোধ করব অস্বচ্ছাল শিক্ষার্থীদের পাশে দাড়াতে।    
 

এই বিভাগের আরো খবর