শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ভারতে লকডাউন আরও দুই সপ্তাহ বাড়লো

প্রকাশিত: ১ মে ২০২০  

ছবি: ইন্ডিয়া টু ডে

ছবি: ইন্ডিয়া টু ডে

যুগের চিন্তা রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে তৃতীয় বার আরও দুই সপ্তাহ লকডাউনের কবলে ভারত। ৩ মে পর্যন্ত লকডাউন বলবৎ থাকা অবস্থায় সারা দেশে আরো দুই সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিল কেন্দ্রীয় সরকার।


শুক্রবার হিন্দুস্তান টাইমসসহ ভারতীয় সংবাদমাধ্যমগুলো এই খবর নিশ্চিত করেছে। 


দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দফায় দফায় মন্ত্রিদের সাথে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। 


গেল ১৪ এপ্রিল লকডাউনের মধ্যেই করোনা আক্রান্ত রোগি বৃদ্ধি পাওয়া ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার লকডাউনের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়িয়ে এলো নতুন সিদ্ধান্ত। এখন ১৭ মে পর্যন্ত লকডাউনের সময় বাড়িয়েছে ভারত।  


ভারতে শুক্রবার পর্যন্ত করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৩৬৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ৬৫ জন, মৃত্যু হয়েছে ১১৫২ জনের।
 

এই বিভাগের আরো খবর