সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

ভিক্টোরিয়া হাসপাতালে বিশুদ্ধ পানির সংকট

তানজিলা তিন্নি

প্রকাশিত: ২৩ জুলাই ২০২২  

 

# বিশুদ্ধ পানির সংকটে ভোগান্তিতে রোগী-নার্স-ডাক্তার
# মানবেতর পরিবেশে চলছে চিকিৎসা সেবা

 

 

পানির অপর নাম জীবন। ডায়রিয়া সহ নানা রকম পানিবাহিত রোগ থেকে বাচার জন্য বিশুদ্ধ পানি পান করা দরকার। তবে পানির অপর নাম জীবন হলেও মানুষ অসুস্থ হলে হাসপাতালে যায় রোগ নিরাময় করার জন্য। তবে যদি হাসপাতালেই থাকে বিশুদ্ধ পানির সংকট! নারায়ণগঞ্জে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে তীব্র বিশুদ্ধ পানির সংকট। হাসপাতালে পানি বিশুদ্ধ করণ  ফিল্টার থাকলেও ফিল্টারে নেই পানি। প্রায় হাসপাতালের সব যায়গায় ফিল্টার থাকলেও সেগুলো নষ্ট হয়ে পড়ে আছে যাতে করে হাসপাতালে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।  ভোগান্তিতে পড়তে হচ্ছে হাসপাতালে আসা রোগীদের। তাছাড়া রোগী ব্যতীত নার্স, ডাক্তার সহ অন্যান্য কর্মীদেরও  বিশুদ্ধ পানির সংকট রয়েছে। প্রায় সব রোগীরাই নিজেদের বাসা থেকে বা হাসপাতালের আশেপাশের দোকান থেকে পানি কিনে নিয়ে এসে রোগীদের পানি পান করান।


সরেজমিনে দেখা যায়,হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে এর একটি ফিল্টারে স্বল্প পরিমানে পানি থাকলেও অন্য কোনো ওয়ার্ডে পানির দেখা মেলেনি। প্রতিটি ওয়ার্ডের জন্য একটি করে ফিল্টার বরাদ্দ করা। ডায়রিয়া ওয়ার্ডের একজন নার্স বলেন, সারাক্ষণ হসপিটালে পানি থাকার কথা থাকলেও মিলছে না বিশুদ্ধ পানি। এখানের ফিল্টারে এখন পানি থাকলেও কিছুক্ষণ পর আর পানি থাকবে না হসপিটালের কোনো ফিল্টারেই পানি পাওয়া যায় না।


হাসপাতালের ভর্তি একজন রোগীর সাথে কথা বলে জানা যায়, সে ভর্তি হয়ে এখন পযন্ত হাসপাতালের পানি চোখে দেখে নি। ভর্তি হবার পর থেকে সে বাহির থেকে পানি কিনে  নিয়ে আসেন।


শিশু ওয়ার্ডে ভর্তি এক শিশুর মা বলেন, এখানে পানি পাওয়া যায় না এমন কি হাসপাতালের পরিবেশও অনেক বাজে। এখানে গোসল খানা ও টয়লেট অনেক নোংরা পরিরেশে। ময়লার ডাসবিনগুলো গোসল খানায় রেখে দেয় যার জন্য অনেক দুর্গন্ধ ছড়ায়।


হাসপাতালের ওয়ার্ড মাস্টার বলে, হাসপাতালে কয়টি ফিল্টার আছে সে সর্ম্পকে তাদের কাছে কোনো হিসাব নেই। তবে পযাপ্ত পরিমানের পানির ফিল্টার আছে বলে তিনি জানান।কিছু ফিল্টার নষ্ট থাকলে সেগুলো এক সপ্তাহের মধ্যে ঠিক করার ব্যবস্থা আমরা নিব।


ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. ফরহাদ যুগের চিন্তা কে জানান, এই সমস্যা ঠিক করার জন্য বিডব্লিউটিকে জানানো হয়েছে, তারা এসে স্টেটমেন্ট নিয়ে গেছে জুলাইয়ের মধ্যে এটা ঠিক করা হবে।এমই/জেসি
 

এই বিভাগের আরো খবর