রোববার   ২২ ডিসেম্বর ২০২৪   পৌষ ৮ ১৪৩১

মফিজুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন মসজিদে দোয়া

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২২  

স্টাফ রিপোর্টার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক জাতীয় পরিষদের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত আহ্বায়ক প্রায়ত জননেতা মফিজুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।

 

গতকাল শুক্রবার ১১ ফেব্রুয়ারী বাদ জুম্মা পরিবারের পক্ষ থেকে চানমারী মসজিদ, মাহমুদ নগর জামে মসজিদ, বেপারীপাড়া জামে মসজিদ, মদনগঞ্জ জামে মসজিদ ও মাদ্রাসায় দোয়ার আয়োজন করা হয়। পরে মাদ্রাসায় ও এতিম খানায় খাবার বিতরণ করেন। প্রসঙ্গত, তিনি ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

 

তিনি মাত্র ২০ বছর বয়সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হন এবং আমৃত্যু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। নারায়ণগঞ্জের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে ভূমিকা ছিল ব্যক্তি জীবনে নির্লোভ এই রাজনীতিকের।

এই বিভাগের আরো খবর