রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

মাদকব্যবসায়ী-ছিনতাইকারীদের জন্য নিরাপদ স্থান বোয়ালিয়া খাল

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৭ মে ২০২৩  


# আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো : অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি)

# রাত হলেই শুরু হয় ছিনতাই, বসে মাদকের হাট
 

দেশীয় অস্ত্র নিয়ে কিশোরগ্যাংয়ের হামলা ও ছিনতাইকারিদের হাতে রক্তাক্তের ঘটনা এবং মাদক ব্যবসা দিনকে দিন মাত্রা ছাড়াছে ফতুল্লা থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ ও ১৪ নং মাসদাইর এলাকা জুড়ে। বিশেষ করে বোয়ালিয়া খাল যার নতুন নাম মুক্তিযোদ্ধা সড়কে এসব ঘটনা ঘটছে লাগামছাড়াভাবে।

 

 

দিনের বেলায় মানুষ তেমন একটা চলাচল না করলেও রাতভর থাকে ছিনতাইকারি ও মাদক ব্যবসায়ীদের দখলে। নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকা থেকে এই বোয়ালিয়া খালে আসে প্রতিদিন মাদকসেবীরা মাদক কেনার জন্য। এছাড়া বখাটের উৎপাতে বাসা থেকে বেরুতে পারছেনা শিক্ষার্থীরা।

 

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে বোয়ালিয়া খালে কিশোরগ্যাং এর হামলা ভিডিও ভাইরাল হলেও এখানো কোন ধরণের ব্যবস্থা নিতে দেখা যায়না পুলিশকে। যার জন্য কিছুদিন পর পরেই দেখা মিলে এ ঘটনার কারণ বোয়ালিয়া খালে গলাচিপা, ভুইয়ারবাগ, লিচুবাগ,  পানির ট্যাংকি এলাকাসহ বেশ কিছু এলাকা কিশোরদের আড্ডা স্থান। যার কারণে এখানের প্রায় নানা ধরনের ঘটনা ঘটে থাকে যাতে করে আতঙ্কে দিন কাটায় সাধারণ মানুষ ।

 

 

দিনের বেলা শিক্ষার্থীরা স্কুল কলেজে যাওয়ার পথে শিকার হয় ইভটিজিংয়ের। বাবা-মার সামনে এমন ঘটনা অহরহ ঘটলেও বখাটের আগ্রাসনে কেউ মুখ খোলার সাহস পাচ্ছেনা। এতে বেকায়দায় এই এলাকার সাধারণ মানুষ।

 

 

এক সময় নারায়ণগঞ্জ শহরের আলোচিত ও সব থেকে বড় মাদক এর স্পট ছিলো গলাচিপা নতুন মসজিদ এলাকায় মনিরুজ্জামান শাহীন ওরফে বন্দুক শাহীন যা নিয়ন্ত্রন করার জন্য তার ছিলো বিশাল এর বাহিনী সেখানে প্রতিদিন বিক্রি হতো লাখ লাখ টাকার মাদক। তবে পুলিশের হাতে বোয়ালিয়া খালে ময়লার উপরে এনকাউন্টারে নিহত হন বন্দুক শাহীন ।

 

 

তারপর থেকে তার বিশাল বাহিনীর সদস্যরা অনেকে গলাচিপা ছেড়ে চলে গেছে ও অনেকে মাদক ব্যবসা ছেড়ে অটো রিক্সা ও গামের্ন্টসে কাজে লাগে ভালো পথে যাওয়ার জন্য । যাতে মাদক এর থেকে দুরে গিয়ে পরিবার নিয়ে ভালো ভাবে থাকতে পারে। তাদের মাঝে থেকে নতুন করে আবার বোয়ালিয়া খাল এলাকায় মাদক এর ব্যবসা শুরু করেছে, তারা নতুন তাজা করছে মাদক এর এই স্থানটিকে। মাদক এর সাথে পালা দিয়ে বাড়ছে ছিনতাইকারীদের সংখ্যা।

 

 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম বলেন, আমরা যখনই কোন খবর পাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি। আমরা মাদক ব্যবসায়ীদের কোন রকমের ছাড় দিবো না। আপনারা জানেন আমরা মাদক এর বিষয়ে কোন ছাড় দেই না। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।  এন.হুসেইন/জেসি

এই বিভাগের আরো খবর